G.O.A.T India Tour: 'এর প্রভাব আগামী ৫০ বছর থাকবে', যুবভারতী বিশৃঙ্খলা কাণ্ডে মুখ খুললেন AIFF সভাপতি কল্যাণ চৌবে
Kalyan Chaubey: কল্যাণ চৌবের দাবি মেসির অনুষ্ঠানের সময় কোনওরকম নিয়মবিধি মানা হয়নি।

কলকাতা: শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতা তথা বঙ্গবাসীর জন্য স্মরণীয় হয়ে থাকার কথা ছিল। দিনটা সকলের স্মরণে থাকবে বটে, তবে কারণটা ইতিবাচক নয়, বরং নেতিবাচকই। লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরের সবটাই কার্যত লন্ডভন্ড হয়ে যায়। প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজিত জনতা মাঠে জলের বোতল, ভাঙা চেয়ার ছোড়া হয়। সেই নিয়ে তর্ক-বিতর্ক, রাজনৈতিক তর্জা চলছে।
এই গোটা ঘটনায় গতকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি দেওয়া হয়েছিল। এবার সেটা নিয়ে মুখ খুললেন ফেডারেশনের প্রধান কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। সাংবাদিক সম্মেলনে কল্যাণকে বলতে শোনা যায়, 'সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা মেসি এবং রোনাল্ডোর ভক্ত। পৃথিবীর এমন ছোট থেকে ছোট আইল্যান্ডেও ফুটবল খেলা হয়। বিশ্বের যে প্রান্তে এঁরা যান সেখানেই গোটা বিশ্বের মিডিয়া এঁদের ফলো করেন। এঁরা ফুটবলের প্রচার, পসার, উন্নতিতে গুরুত্বপূর্ণ। কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলে জানি। পশ্চিমবঙ্গে লেভ ইয়াসিন, পেলে, মারাডোনাসহ বহু কিংবদন্তি এসেছেন। এদের তো আনার একটা নিয়মবিধি রয়েছে। খেলার সময়ও মাঠে ঢোকার জন্য পরিচয়পত্র গলায় ঝোলা থাকে, সব বিধিনিষেধ থাকে। তবে এক্ষেত্রে এসব কিছুই মানা হয়নি। এর ফলে বাংলা তথা কলকাতার গোটা বিশ্বের কাছে যে সম্মানহানি হয়েছে, তা আপেক্ষিক নয়। শুধু যে একটা ম্যাচ বাতিল হয়েছে তা নয়, এর প্রভাব আগামী ৫০ বছর পশ্চিমবাংলায় পড়বে।'
কল্যাণের দাবি কলকাতার এই ঘটনার প্রভাব ভারতের অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রেও পড়বে। 'ভারত বর্তমানে অলিম্পিক্স আয়োজনের জন্য দর হাঁকানো সম্ভাব্য দেশগুলির মধ্যে একটা। ভারত কমনওয়েল গেমস, বিশ্ব পুলিশ গেমসের আয়োজক। একাধিক আন্তর্জাতিক ইভেন্ট এখানে আয়োজিত হচ্ছে। বিশ্বের ফুটবল খেলীয় ২১১টি দেশেই তো এই খবর প্রচারিত হয়েছে। এটা কেবল একটা ব্যক্তি বা রাজনৈতিক দলে ক্ষতি নয়, গোটা ভারত তথা পশ্চিমবঙ্গের ক্ষতি। ভারত যদি পশ্চিমবাংলায় ম্যাচ করার জন্য বিড করে, তাহলে এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে। আগামীদিনে এখানে এটি বড় ম্যাচ আয়োজনের বাধা হয়ে দাঁড়াবে। সমস্ত বিষয় মাথায় রেখে এটি আয়োজন করা উচিত ছিল।' মত কল্যাণ চৌবের।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফেও এই ঘটনার সমস্ত দায়ভার এড়িয়ে যাওয়া হয়। ফেডারেশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই অনুষ্ঠানটি আয়োজনে ফেডারেশনের কোনও ভূমিকা নেই এবং এই বিষয়ে ফেডারেশনের তরফে কোনও অনুমতিও নেওয়া হয়নি।






















