Premier League: জয় পেয়েছিল লিভারপুল, আর্সেনাল, চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার সিটিও
Chelsea vs Man City: ম্যাচের দুই অর্ধে দুই গোলে ব্লুজদের তাদেরই ঘরের মাঠে হারাল সিটিজ়েনরা। ম্যান সিটির হয়ে আরলিং হালান্ড ও ম্যাটেও কোভাসিচ গোল দুইটি করেন।
লন্ডন: গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) নিজেদের প্রিমিয়ার লিগের (Premier League) প্রথম ম্যাচেই তথাকথিত 'বিগ সিক্স' ক্লাবগুলির অন্যতম চেলসির (Chelsea) বিরুদ্ধে মাঠে নেমেছিল। ম্যাচের দুই অর্ধে দুই গোলে ব্লুজদের তাদেরই ঘরের মাঠে হারাল সিটিজ়েনরা। ম্যান সিটির হয়ে আরলিং হালান্ড ও ম্যাটেও কোভাসিচ গোল দুইটি করেন। এই জয়ের সুবাদে নাগাড়ে ২৪টি প্রিমিয়ার লিগ ম্যাচে অপরাজিত রইল ম্যান সিটি।
ম্যান সিটির জার্সি গায়ে এদিন স্ট্যামফোর্ড ব্রিজে নিজের শততম ম্যাচটি খেলতে নেমেছিলেন হালান্ড। নরওয়ের গোলমেশিন নিজের মাইলফলক ম্যাচে গোল করবেন না, এমনও হয় না কি! ম্যাচের ১৮তম মিনিটে বার্নাডো সিলভার বাড়ানো বল থেকে সুন্দর চিপে রবার্ট স্যাঞ্চেজ়কে পরাস্ত করেন তিনি। সিটিজ়েনদের হয়ে নিজের ৯১তম গোলটি করে দলকে এগিয়ে দেন হালান্ড। জেরেমু ডকু সিটির হয়ে লিড দ্বিগুণ করার সুযোগ পান বটে। তবে স্যাঞ্চেজ় এ যাত্রায় চেলসিকে বাঁচান। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিকোলাস জ্যাকসন চেলসির হয়ে ম্যান সিটির জালে বল জড়িয়ে দেন। সিটি গোলরক্ষক কোল পামার শট কোনওরকমে প্রতিহত করলেও, তা জ্যাকসনের কাছে চলে যায়। তবে সেই গোল অফসাইডের জন্য বাতিল করা হয়।
গোটা দ্বিতীয়ার্ধ জুড়েই চেলসি গোল করার চেষ্টা করে। তবে পশ্চিম লন্ডনের ক্লাবের হয়ে কেউই গোল করতে পারেননি। মালো গুস্তোর শট ৭৭ মিনিটে কোভাসিচের হাতে লাগলে পেনাল্টির দাবি করা হলেও রেফারি তাতে কর্ণপাত করেননি। উপরন্তু, রিকো লুইসের গোল বাতিল হয়। গোলের আগে হালান্ডের কড়া ট্যাকেলে চেলসির কলউইল ফাউল হওয়ায় গোল বাতিল করা হয়। তবে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার ছয় মিনিট আগে, চেলসি প্রাক্তনী কোভাসিচ, দৃষ্টিনন্দন এক গোলে সিটির জয় সুনিশ্চিত করেন।
ম্যান সিটির লিগ জয়ের দুই বড় প্রতিদ্বন্দ্বী আর্সেনাল এবং লিভারপুল নিজেদের ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে। দিয়োগো জোটা এবং মহম্মদ সালার গোলে ইপসুইচকে হারায় লিভারপুল। অপরদিকে, একই স্কোরলাইনে উলভসকে পরাজিত করে আর্সেনাল। গার্নাসদের হয়ে কাই হ্যাভার্টজ় এবং বুকায়ো সাকা গোল করেন। সেই ২-০ স্কোরেই ম্যান সিটিও জিতল। আপাতত লিগে দুইয়ে আর্সেনাল, তিনে লিভারপুল ও চারে ম্যান সিটি রয়েছে। অপরদিকে হেরে গিয়ে ১৭ নম্বরে চেলসি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'এর অর্ধেক পুলিশেই ম্যাচ আয়োজন করা যেত', আর জি কর কাণ্ডে সমর্থকদের প্রতিবাদের পাশে কল্যাণ চৌবে