আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Erik ten Hag On Ronaldo: সৌদি আরবে বসে এসব কথা বলার অর্থ কী! রোনাল্ডোকে আক্রমণ ম্যান ইউ ম্যানেজারের
Manchester United: রিও ফার্দিনান্ডের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে রোনাল্ডো এরিক টেন হ্যাগের কড়া সমালোচনা করেছিলেন। তাঁর ম্যান ইউ ছাড়ার নেপথ্যেও তিনি টেন হ্যাগের সঙ্গে মতবিরোধকেই দায়ী করেছিলেন।
ম্যাঞ্চেস্টার: তাঁকে চরম আক্রমণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার সি আর সেভেনকে একহাত নিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ম্যানেজার এরিক টেন হ্যাগ (Erik ten Hag)।
সম্প্রতি রিও ফার্দিনান্ডের (Rio Ferdinand) ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে রোনাল্ডো এরিক টেন হ্যাগের কড়া সমালোচনা করেছিলেন। তাঁর ম্যান ইউ ছাড়ার নেপথ্যেও তিনি ডাচ এরিক টেন হ্যাগের সঙ্গে মতবিরোধকেই দায়ী করেছিলেন।
রোনাল্ডো বলেছিলেন, ম্যান ইউয়ের উচিত সব কিছু নতুন করে গড়ে তোলা। এরিক টেন হ্যাগ যে বলেছিলেন ক্লাব সর্বোচ্চ সম্মানের জন্য লড়াই করতে পারবে না, তারও কড়া সমালোচনা করেছিলেন সি আর সেভেন।
বৃহস্পতিবার এ নিয়ে রিপোর্টারদের প্রশ্নে এরিক টেন হ্যাগ পাল্টা দায় চাপিয়েছেন রোনাল্ডোর ঘাড়ে। পাল্টা অভিযোগ করেছেন, রোনাল্ডোই নাকি বলেছিলেন যে, ম্যান ইউ প্রিমিয়ার লিগ জিততে পারবে না। এরিক টেন হ্যাগ এও বলেছিলেন যে, দূর সৌদি আরবে বসে রোনাল্ডোর এ কথা বলার অর্থ কী! তবে প্রত্যেকের ব্যক্তিগত মত থাকতেই পারে বলেও জানিয়েছেন এরিক টেন হ্যাগ।
এরিক টেন হ্যাগ বলেছেন, 'ও বলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ জিততে পারবে না। ভাল করে ওর সাক্ষাৎকার পড়লে বুঝতে পারবেন কথাটা ও বলেছে। ও তো অনেক দূরের সৌদি আরবে রয়েছে।ম্যাঞ্চেস্টার থেকে যা অনেক দূরে। প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে।'
প্রথম ম্যাচ জিতে মরশুম শুরু করেছিল ম্যান ইউ। তবে তারপর পরপর দুই ম্যাচে ব্রাইটন (Brighton) ও লিভারপুলের (Liverpool) কাছে হেরে মাত্র ৩ ম্যাচের পরই চাপে পরে গিয়েছেন এরিক টেন হ্যাগ (Erik Ten Hag)। ডাচ ম্যানেজার বলেছেন, এখনই তিনি চাপ অনুভব করছেন না। পরের বছর মে মাস নাগাদ প্রকৃত ছবিটা বোঝা যাবে বলেও জানিয়েছেন টেন হ্যাগ। তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন যে, দল একটি সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে।
South-coast bound 🔜#MUFC || #PL pic.twitter.com/KUURmhCjpC
— Manchester United (@ManUtd) September 12, 2024
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিল বাংলাদেশ, কারা পেলেন সুযোগ?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement