EBFC vs MSC: জয়হীন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে হুঁশিয়ারি মহামেডান কোচ চেরনিশভের
Mohammedan Sporting: নিজেদের বিগত তিন আইএসএল ম্যাচেই পরাজিত হতে হয়েছে মহামেডান স্পোর্টিংকে।
কলকাতা: আইএসএলে তারা শেষ ম্যাচ খেলেছিল প্রায় দু’সপ্তাহ আগে। সেই ম্যাচে হায়দরাবাদ এফসি-র কাছে চার গোল খায় মহমেডান এফসি (Mohammedan Sporting), যা ছিল তাদের টানা তৃতীয় হার। তার পরে প্রায় দু’সপ্তাহের ছুটিতে নিজেদের যাবতীয় ভুল শুধরে নিয়েছেন বলে দাবি কোচ আন্দ্রেই চেরনিশভের (Andrey Chernyshov)। শনিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) সেই উন্নত মহমেডানকেই দেখা যাবে বলে জানালেন রাশিয়ান কোচ। দলে কিছু পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইস্টবেঙ্গলের শুরুটা ভাল না হলেও এএফসি চ্যালেঞ্জ কাপে তাদের পারফরম্যান্স দেখে বুঝে নিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে মোটেই সহজ নয় তারা। শুক্রবার সাংবাদিকদের সেটাই জানিয়ে চেরনিশভ বলেন, “আমরা কাল ভারতের এক বড় ক্লাবের বিরুদ্ধে খেলতে চলেছি, আইএসএলে যাদের সময়টা ভাল যাচ্ছে না। তবে কোচ বদলের পর ওরা ভুটানে গিয়ে প্রমাণ করে দিয়ে এসেছে যে, ওরা শক্তিশালী এবং শৃঙ্খলাবদ্ধ। তাই আমাদের এক কঠিন ম্যাচের জন্য তৈরি হতে হবে”।
অবশ্য নিজের দল নিয়ে আশাবাদী রাশিয়ান কোচ বলেন, “হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স একদম ভাল হয়নি। তবে সেই ম্যাচের পর আমরা যে দীর্ঘ ছুটি পেয়েছি, তাতে আমরা অনেক কিছু নিয়ে প্রচুর কাজ করেছি। নিজেদের খেলায় পরিবর্তন এনেছি। ছেলেরা কাল ভাল ফুটবল খেলতে চায়, দেখাতে চায় ওরা জিততে পারে এবং কালকের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আশা করি, কালকের ম্যাচে দুই দলই ভাল ফুটবল খেলবে”।
গত তিন ম্যাচে ন’গোল খেয়েছে তারা। তা সত্ত্বেও শুধু দলের রক্ষণকে দোষ দিতে রাজি নন চেরনিশভ। বলেন, “আমাদের সমস্যা শুধু রক্ষণে নয়, আক্রমণেও। কারণ, প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখতে না পারলে তার প্রভাব নিজেদের ডিফেন্ডারদের ওপর পড়বেই। তাই ডিফেন্ডাররাই শুধু দোষী, একথা বলা ঠিক হবে না। ফুটবল এগারোজনের খেলা। প্রতিপক্ষকে চাপে রাখতে গোলকিপারের ভূমিকাও থাকে”।
দল প্রথম তিন ম্যাচে যে রকম খেলেছিল, যে ভাবে সেই তিন ম্যাচ থেকে চার পয়েন্ট অর্জন করেছিল, কোচ চান সেইরকমই খেলতে। এই কথা জানিয়ে তিনি বলেন, “এখন সবাই গত তিনটি ম্যাচে আমরা কী করেছি, সেই নিয়ে কথা বলছে, কিন্তু প্রথম তিন ম্যাচে কী করেছি, তা কিন্তু সবাই ভুলে গিয়েছে। তবে আমাদের মনে আছে এবং আমরা প্রথম তিন ম্যাচের মতোই পারফরম্যান্স চাই। সে জন্য দলে হয়তো কিছু পরিবর্তন আনতে হতে পারে। কয়েকজন খেলোয়াড় এখন আগের চেয়ে আরও ভাল অবস্থায় চলে এসেছে। তাদের দলে রাখা যেতে পারে। তবে কাল আমাদের মাঠে অনেক সিরিয়াস হতে হবে”।
ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য তারকারা, যেমন দিয়ামান্তাকস, তালাল, ক্রেসপোদের নিয়ে আলাদা করে কথা বলতে চান না মহমেডান কোচ। প্রতিপক্ষের এগারোজনই তাঁর ভাবনায় আছেন বলে জানান। বলেন, “শুধু দু-একজন খেলোয়াড়কে নিয়ে আলোচনা করলে হবে না, ওদের দেশীয় ফুটবলাররাও ভাল। ভারতীয় দলের হয়ে খেলে অনেকে। ওদের দলের সব বিদেশীই প্রথম দলে খেলার মতো। কোন চারজন নামবে, তা আন্দাজ করা কঠিন।
মোহনবাগান ম্যাচের আগেও আমরা ওদের এক ধরনের ফর্মেশন নিয়ে কথা বলেছিলাম। কিন্তু দেখলাম ম্যাচে দুজন বিদেশী স্টপার ও দুজন অ্যাটাকার নামাল। দুজন বেঞ্চে ছিল। কাল আমাদের সব রকম পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে। তাই কোনও দু-একজনকে কী ভাবে আটকাব, তা নিয়ে ভেবে লাভ নেই”।
দলকে সেরা জায়গায় পৌঁছতে সময় চান চেরনিশভ। তিনি বলেন, “লিগ শুরুর আগেই বলেছিলাম, আমাদের দলের অনেকেরই আইএসএল খেলার অভিজ্ঞতা নেই। তাই এই দল তিনটে ম্যাচে ভাল খেললে পরের তিন ম্যাচে খারাপ খেলতেই পারে। সমর্থকেরা সব সময়ই চায় যে আমরা ভাল খেলি, জিতি। কিন্তু সেই অবস্থায় আসতে দলকে সময় দিতে হবে।
একটা ভাল দল গড়তে হলে চার মাস, আট মাস এমনকী একটা গোটা মরশুমও লেগে যায়। আমরা চেষ্টা করছি নিজেদের ভুলত্রুটি শুধরে ভাল ফর্মে ফিরতে। আমাদের সব ফুটবলারই সুস্থ রয়েছে। তবে আজকের অনুশীলনের পর দেখা যাক কে কী অবস্থায় রয়েছে। জোসেফ আজেই গতকাল থেকে জিম শুরু করেছে। ও খেলতে চায়। কিন্তু খেলার অবস্থায় আছে কি না দেখতে হবে”।
ছয় ম্যাচে মাত্র তিন গোল করেছে মহমেডান। নিজেদের গোলের সংখ্যাও যে অবশ্যই বাড়াতে হবে, তাও স্বীকার করে চেরনিশভ বলেন, গোল করার ক্ষমতা বাড়াতে হবে আমাদের। এ পর্যন্ত আমরা মাত্র তিনটি গোল করতে পেরেছি। গোলের সংখ্যা বাড়াতে হবে আমাদের। অনুশীলনে এই নিয়ে আমরা কাজ করেছি। এটা আসলে নির্ভর করে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার ওপর।
কেরালার বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তে গোলকিপারের বিরুদ্ধে আমরা একটা গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলাম। এই অবস্থায় তাকে কী ভাবে ড্রিবল করে গোল করতে হবে, এটা তো সেই ফুটবলারকে ধরে ধরে শিখিয়ে দেওয়া যায় না। এগুলো ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে। অভিজ্ঞতার ওপর নির্ভর করে। আমাদের খেলোয়াড়রা সেই অভিজ্ঞতা অর্জন করছে। আশা করি, ওরা গোল করা শুরু করবে এবং আমরা আরও ম্যাচ জিতব”।
দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গৌরব বোরাও কোচের সঙ্গে একমত। তিনি বলেন, “প্রথম তিন ম্যাচে আমরা ভাল খেলেছিলাম ঠিকই। এটা আসলে দলগত প্রচেষ্টার ওপর নির্ভর করে। তবে অনুশীলনে আমরা যথাসম্ভব চেষ্টা করছি নিজেদের ফিরিয়ে আনার এবং ব্যক্তিগত ভাবেও আমরা চেষ্টা করছি নিজেদের উন্নত করে তোলার। আমাদের দল হিসেবে ভাল খেলতে হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে, গোল করতে হবে, গোল খাওয়া বন্ধ করতে হবে। এটাই এখন সবচেয়ে জরুরি বিষয়”।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: ISL-এ প্রথম পয়েন্টের খোঁজে ইস্টবেঙ্গল, তিন হারের পর কলকাতা ডার্বিতে জয়ে ফিরতে মরিয়া মহামেডান