এক্সপ্লোর

Mohammedan Sporting: মোহনবাগানের কাছে ৩ গোলে হার অতীত, আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কেরল-বধের নকশা মহমেডানের

ISL News: এ পর্যন্ত চারটি ম্যাচে ৩৩টি গোলের সুযোগ তৈরি করে তা থেকে মাত্র দু’টি গোল করেছে তারা। গোলের সুযোগকে গোলে পরিণত করতে না পারা নিয়ে চিন্তিত চেরনিশভ।

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan SG) এসজি-র বিরুদ্ধে গত ম্যাচে তাদের হতাশাজনক হারের পরেও নিজেদের খেলার স্টাইলে কোনও পরিবর্তন আনতে নারাজ মহমেডান এসসি-র (Mohammedan Sporting) কোচ আন্দ্রেই চেরনিশভ। তাঁর মতে, একটি ম্যাচে খারাপ ফল হয়েছে বলে নিজেদের খেলা বদলানোটা বুদ্ধিমানের কাজ নয়। বরং নিজেদের ভুলগুলো শুধরে খেলায় কিছু পরিবর্তন আনতে পারলে উন্নত পারফরম্যান্স দেখাতে পারবে তার দল। 

রবিবার ঘরের মাঠ কিশোরভারতী ক্রীড়াঙ্গনে কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব নামছে গতবার সেরা ছয়ের মধ্যে থাকা কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে, যারা এ বার হার দিয়ে আইএসএল মরশুম শুরু করলেও টানা তিনটি ম্যাচে অপরাজিত রয়েছে। কেরল ব্লাস্টার্সকে তাই যথেষ্ট শক্তিশালী মনে করছেন সাদা-কালো ব্রিগেডের কোচ চেরনিশভ। 

প্রথম তিন ম্যাচে তারা যথাক্রমে হার, ড্র ও জয়ের পর মোহনবাগানের কাছে হারে তিন গোলে। সেই ম্যাচের পর প্রায় দু’সপ্তাহের ছুটি কাটিয়ে ফের মাঠে নামছে মহমেডান। এই বিশ্রামের পর তরতাজা ফুটবললারদের নিয়ে তাই প্রথম তিন ম্যাচের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলতে চান তিনি।    

রবিবার সাংবাদিক বৈঠকে রাশিয়ান কোচ বলেন, “একটা ম্যাচে ফল খারাপ হয়েছে বলে আমরা আমাদের স্টাইল বদলাব না। এই স্টাইলেই খেলে যাব। কারণ, প্রথম তিন ম্যাচে তো এই স্টাইলেই আমরা ভাল খেলেছিলাম। তবে আমাদের রক্ষণে আরও শৃঙ্খলা আনতে হবে এবং আরও বুদ্ধি দিয়ে আক্রমণে উঠতে হবে”। 

এ পর্যন্ত চারটি ম্যাচে ৩৩টি গোলের সুযোগ তৈরি করে তা থেকে মাত্র দু’টি গোল করেছে তারা। গোলের সুযোগকে গোলে পরিণত করতে না পারা নিয়ে চিন্তিত চেরনিশভ বলেন, “আমরা অনেক গোলের সুযোগ তৈরি করছি। সেই সুযোগগুলি কাজে লাগাতে হবে। গোল করতে হবে। গোলের সংখ্যা যত বাড়বে, ততই দল শক্তিশালী হবে, নিজেদের প্রতি আস্থা বাড়বে। ঘরের মাঠে আমরা আক্রমণাত্মক ও ভাল ফুটবল খেলতে চাই এবং ভাল ফল করতে চাই”। 

প্রায় দু’সপ্তাহের ছুটিতে দলের ফুটবলাররা এখন অনেক তরতাজা হয়ে উঠেছেন বলে জানালেন মহমেডান কোচ। বলেন, “মোহনবাগান ম্যাচের পর ছেলেরা ভাল বিশ্রাম পেয়েছে। পরিবারের লোকজন, বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক ভাবেও তরতাজা হয়ে উঠেছে। এই অবকাশটা খুব দরকার ছিল। এ বার আমরা আমাদের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছি। আশা করি, ছেলেরা আবার আগের মতো ভাল খেলবে”।

প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্সকে যথেষ্ট শক্তিশালী মনে করছেন তিনি। বলেন, “আইএসএলে ওদের প্রত্যেকেরই যথেষ্ট অভিজ্ঞতা আছে। গতবার নক আউটেও খেলেছে ওরা। এ বার শুরুটা ওদের ভাল না হলেও তার পর থেকে ওরা ভাল খেলছে। ক্রমশ উন্নতি করছে। অ্যাওয়ে ম্যাচে হারেনি। নতুন কোচ দলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় তো নেবেনই। ওদের আক্রমণ বিভাগ বেশ ভাল। প্রতি ম্যাচেই গোল পাচ্ছে ওরা। ওদের সঙ্গে লড়াই করার জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছি। দলের ছেলেদের সঙ্গে কথা বলেছি। ওরাও প্রস্তুত এই ম্যাচে লড়াই করে জেতার জন্য”। 

চেরনিশভের ধারণা গত দুই ম্যাচে ড্রয়ের পর রবিবার জয়ে ফিরতে মরিয়া হয়ে উঠবেন নোয়া সাদাউই, জেসুস জিমিনিজরা। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে তারা। এই প্রসঙ্গে তিনি বলেন, “কেরল শেষ দুই ম্যাচে যে রকম খেলেছে, কালও যে সে রকমই খেলবে তার কোনও মানে নেই। তার চেয়ে ভালও খেলতে পারে, আরও দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে পারে। আমাদের সব ধরনের পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে। ম্যাচের মাঝখানেও আমাদের অনেক পরিবর্তন আনতে হতে পারে। সে জন্যও আমাদের তৈরি থাকতে হবে। আমার মনে হয়, কাল ওরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে। সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করতে হবে। আমাদের ২৪ জন খেলোয়াড়ই ফিট আছে। এখন পর্যন্ত কারও চোট নেই। আশা করি সেরা এগারোই নামাতে পারব মাঠে”। 

অবকাশের আগেই দলে যোগ দিয়েছেন তাদের নতুন ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট অগিয়ে। রবিবার তাঁর খেলার সম্ভাবনাও রয়েছে বলে জানান মহমেডান এসসি-র কোচ। অগিয়ে-কে নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখানকার পরিবেশ, দলের সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে। এ ছাড়া ফিটনেসের দিক থেকে সঠিক জায়গায় আসার জন্যও ওকে একটু সময় দিতে হবে। ফ্লোরেন্ট অগাস্টে শেষ ম্যাচ খেলেছে। অনেক দিন হল ম্যাচের মধ্যে নেই। তবে ও খুব ভাল ফুটবলার। ফরাসি ক্লাব ফুটবলে নিয়মিত খেলেছে। এখন আমাদের দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছে। ওকে কাল শুরু থেকে খেলাব, না পরে নামাব, নাকি নামাবই না, তা এখনও ঠিক করে উঠতে পারিনি। দলের অন্যান্য খেলোয়াড়রা শারীরিক ভাবে কে কী জায়গায় রয়েছে, তা আজ শেষ অনুশীলনে দেখে নিয়ে তার পরে ওকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব”। (সৌ: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: অভিশপ্ত ৯৯! পন্থই প্রথম নন, ভারতের আর কারা এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Sheikh Hasina: 'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
Car Accident: যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
IND vs AUS 3rd Test: হেড-স্মিথের জোড়া সেঞ্চুরি, বুমরার ৫ উইকেটে সত্ত্বেও ৪০৫ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া
IND vs AUS 3rd Test: হেড-স্মিথের জোড়া সেঞ্চুরি, বুমরার ৫ উইকেটে সত্ত্বেও ৪০৫ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: উত্তাল বাংলাদেশ, বারবার টার্গেট ইসকন। ABP Ananda LiveMedinipur News: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কাঁথির সমবায় ব্যাঙ্কেRG Kar News: CBI-র ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেরRG Kar News: RG কর কাণ্ডে CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে বেহালায় সাইকেল র‍্যালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Sheikh Hasina: 'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
Car Accident: যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
IND vs AUS 3rd Test: হেড-স্মিথের জোড়া সেঞ্চুরি, বুমরার ৫ উইকেটে সত্ত্বেও ৪০৫ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া
IND vs AUS 3rd Test: হেড-স্মিথের জোড়া সেঞ্চুরি, বুমরার ৫ উইকেটে সত্ত্বেও ৪০৫ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া
TMC-BJP News: 'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা
'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা
Pandua Cooperative Election: পান্ডুয়ায় সমবায় ভোটে বামেদের বড় জয়, খাতাই খুলতে পারল না তৃণমূল
পান্ডুয়ায় সমবায় ভোটে বামেদের বড় জয়, খাতাই খুলতে পারল না তৃণমূল
Winter Updates: শৈত্যপ্রবাহের চরম সতর্কতা, হাড় কাঁপানো ঠান্ডা আরও বাড়বে জেলায় জেলায়?
শৈত্যপ্রবাহের চরম সতর্কতা, হাড় কাঁপানো ঠান্ডা আরও বাড়বে জেলায় জেলায়?
RG Kar Update: সন্দীপ-অভিজিতের জামিন, প্রতিবাদে ফের রাজপথে জনগর্জন
সন্দীপ-অভিজিতের জামিন, প্রতিবাদে ফের রাজপথে জনগর্জন
Embed widget