এক্সপ্লোর
Rishabh Pant: অভিশপ্ত ৯৯! পন্থই প্রথম নন, ভারতের আর কারা এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন?
India vs New Zealand: টেস্টে 'আনলাকি ৯৯' রানে আউট হওয়া একমাত্র ভারতীয় ব্যাটার নন পন্থ। তিনি যোগ দিলেন সেই হতভাগ্যদের দলে, যাঁদের ৯৯ রানে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে।

মাত্র ১ রানের জন্য় সেঞ্চুরি মিস পন্থের। - পিটিআই
1/10

বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ইনিংসে দুরন্ত ইনিংস খেললেন ঋষভ পন্থ। তবে ৯৯ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেন।
2/10

হাঁটুর চোট উপেক্ষা করে ব্যাট করতে নেমেছিলেন। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল বাঁহাতি উইকেটকিপার-ব্যাটারের।
3/10

তবে টেস্টে 'আনলাকি ৯৯' রানে আউট হওয়া একমাত্র ভারতীয় ব্যাটার নন পন্থ। তিনি যোগ দিলেন সেই হতভাগ্যদের দলে, যাঁদের ৯৯ রানে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
4/10

কারা রয়েছেন সেই তালিকায়? প্রথমেই সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ও ২০০২ সালে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৯ রানে আউট হন সৌরভ।
5/10

২০১২ সালে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৯ রানে রান আউট হয়ে যান ধোনি।
6/10

১৯৯৪ সালে বেঙ্গালুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৯ রান করে আউট হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু।
7/10

২০১০ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে আনলাকি ৯৯-এর শিকার হয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। যাঁর ব্যাটিং ভঙ্গির সঙ্গে অনেকে পন্থের সাদৃশ্য পান।
8/10

পন্থ নন, ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে সকলের আগে ৯৯ রানে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল পঙ্কজ রায়ের। বাংলার ক্রিকেটার ১৯৫৯ সালে দিল্লিতে ৯৯ রানে আউট হন।
9/10

১৯৬০ সালে কানপুরে পাকিস্তানের বিরুদ্ধে এম এল জয়সীমা, ১৯৬৮ সালে অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রুসি সূর্তি, ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুরলী বিজয়, ১৯৬৭-৬৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিত ওয়াড়েকর ৯৯ রানে আউট হন।
10/10

পন্থের ইনিংসের প্রশংসা সব মহলেই। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থেকে যাবে বাঁহাতি তরুণের। - পিটিআই ও গেটি ইমেজেস
Published at : 19 Oct 2024 04:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
