কলকাতা: তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মহমেডান এসসি গত তিনটি ম্যাচে দশ গোল খেয়েছে এবং দিতে পেরেছে মাত্র একটি গোল। তাদের এক ধাপ ওপরে থাকা হায়দরাবাদ এফসি-র কাছেও হেরে যায় তারা। রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের অনুপস্থিতি। তাঁর পরিবর্তে অন্তর্বর্তী কোচ হিসেবে মেহরাজউদ্দিন ওয়াডুর দায়িত্বে আসা এবং আরও নানা কারণে ফুটবলারদের যে মোটিভেশনের অভাব হচ্ছে, তা এই তিন ম্যাচে তাঁদের পারফরম্যান্স দেখেই বোঝা গিয়েছে। তাই এখন মেহরাজউদ্দিনের প্রধান কাজ দলের ছেলেদের মানসিক ভাবে চাঙ্গা করে তোলা। তিনি এই কাজে কতটা সফল, তা বোঝা যাবে রবিবারের ডার্বিতেই। তবে ডার্বিজয়ই যে তাদের ক্ষতে প্রলেপ লাগানোর জন্য সবচেয়ে ভাল মলম হয়ে উঠতে পারে এবং দলের ছেলেদের কাছে সবচেয়ে বড় মোটিভেশন হয়ে উঠতে পারে, তা বুঝতেই পারছেন অন্তর্বর্তী কোচ। তাই এ মন্ত্রেই দলকে চাঙ্গা করতে পারেন কি না, সেটাই দেখার।
রবিবারের ম্যাচ ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। চলতি আইএসএলে শেষ তিন অ্যাওয়ে ম্যাচে একটিও গোল করতে পারেনি লাল-হলুদ বাহিনী। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে (Mohammedan Sporting vs East Bengal) তাদের শেষ অ্যাওয়ে ম্যাচে গোল অক্ষত রেখেছে ইস্টবেঙ্গল। রবিবারও যদি ক্লিন শিট রাখতে পারে তারা, তা হলে আইএসএলে এই প্রথম পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচে গোল অক্ষত রাখতে পারবে তারা। ইস্টবেঙ্গলের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকস যদি রবিবার গোল করেন বা করান, তা হলে আইএসএলের সব দলের বিরুদ্ধে তাঁর গোল অবদান থাকবে।
মহমেডান এসসি তাদের শেষ চারটি ম্যাচের প্রতিটিতে একাধিক গোল খেয়েছে। এ পর্যন্ত ২৯টি গোলের সুবর্ণ সুযোগ পেয়েছে মহমেডান, যার মধ্যে মাত্র ছ’টি থেকে গোল পেয়েছে তারা। অর্থাৎ, ২০.৭% সুবর্ণ সুযোগকে গোলে পরিণত করতে পেরেছে তারা, যা সর্বনিম্ন। চলতি লিগে একমাত্র ইস্টবেঙ্গলই তাদের চেয়ে কম (২৮) গোলের সুবর্ণ সুযোগ পেয়েছে। মহমেডানের কার্লোস ফ্রাঙ্কা ও ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা যথাক্রমে ৪১ ও ৩৪টি শট নিলেও কোনও গোল পাননি। এই বিষয়ে সবার আগে আছেন এই দুই ব্রাজিলীয়।
ম্যাচ- মহমেডান এসসি বনাম ইস্টবেঙ্গল এফসি
ভেনু- বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
কিক অফ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং- স্টার স্পোর্টস ৩- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম; জিওহটস্টার- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: সর্বস্ব উজাড় করে দেওয়ার বার্তা মহামেডান কোচের, নিঁখুত ফুটবল খেলার লক্ষ্যে ইস্টবেঙ্গল কোচ অস্কার