মহমেডান এসসি তাদের শেষ চারটি ম্যাচের প্রতিটিতে একাধিক গোল খেয়েছে। এ পর্যন্ত ২৯টি গোলের সুবর্ণ সুযোগ পেয়েছে মহমেডান, যার মধ্যে মাত্র ছ’টি থেকে গোল পেয়েছে তারা। অর্থাৎ, ২০.৭% সুবর্ণ সুযোগকে গোলে পরিণত করতে পেরেছে তারা, যা সর্বনিম্ন। চলতি লিগে একমাত্র ইস্টবেঙ্গলই তাদের চেয়ে কম (২৮) গোলের সুবর্ণ সুযোগ পেয়েছে। মহমেডানের কার্লোস ফ্রাঙ্কা ও ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা যথাক্রমে ৪১ ও ৩৪টি শট নিলেও কোনও গোল পাননি। এই বিষয়ে সবার আগে আছেন এই দুই ব্রাজিলীয়।

ম্যাচ- মহমেডান এসসি বনাম ইস্টবেঙ্গল এফসি

ভেনু- বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

কিক অফ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, সন্ধ্যা ৭.৩০

সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং- স্টার স্পোর্টস ৩- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম; জিওহটস্টার- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: সর্বস্ব উজাড় করে দেওয়ার বার্তা মহামেডান কোচের, নিঁখুত ফুটবল খেলার লক্ষ্যে ইস্টবেঙ্গল কোচ অস্কার