এক্সপ্লোর

Mohammedan Sporting vs East Bengal: সর্বস্ব উজাড় করে দেওয়ার বার্তা মহামেডান কোচের, নিঁখুত ফুটবল খেলার লক্ষ্যে ইস্টবেঙ্গল কোচ অস্কার

ISL 2024-25: দলকে নিয়ে অনুশীলন করার তেমন সময়ই পাননি, আক্ষেপ মেহরাজউদ্দিন ওয়াডুর। প্রতিপক্ষের লড়াকু মানসিকতার প্রশংসায় ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন।

কলকাতা: মুম্বইয়ে যে ফুটবল খেলেছিল তারা, গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই.য়িন এফসি-র বিরুদ্ধে তার ধারেকাছেও যেতে পারেনি তাঁর দল। রবিবার কলকাতা ডার্বিতে সেই পারফরম্যান্স যে চান না, চান মুম্বই-ম্যাচের পারফরম্যান্স, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal) কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon)। গত ম্যাচে দলের ০-৩ হারে তিনি যে বেশ বিরক্ত, তাও সাংবাদিকদের জানাতে ভোলেননি তিনি।

শনিবার সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ বলেন, “গত ম্যাচের উদাহরণ না টানাই ভাল। তার আগে আমরা যা খেলেছি, তার সঙ্গে গত ম্যাচের পারফরম্যান্সের কোনও মিল নেই। গত ম্যাচে মানসিকতা, তীব্রতা, ভাবনা, তাগিদ কিছুই ছিল না। ওই ম্যাচের সমস্যাগুলো শোধরাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশেষত, বাঁ দিকের সমস্যা। ঘরের মাঠে তিন গোলে হারের জায়গা থেকে ফিরে আসা কঠিন। মুম্বইয়ের মাঠে আমরা যে স্তরের ফুটবল খেলেছি, গত এক সপ্তাহ ধরে সেই স্তরে দলকে ফেরাতে অনেক পরিশ্রম করতে হচ্ছে”।

চেন্নাইয়িনের বিরুদ্ধে জঘন্য হারের প্রতিক্রিয়া রবিবারের ডার্বিতে দেখার অপেক্ষায় রয়েছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, “গত ম্যাচে লজ্জাজনক পারফরম্যান্স দেখিয়েছি আমরা। তার প্রতিক্রিয়া কী রকম হয়, তা কাল বোঝা যাবে। অনুশীলনে সবাই খুব পরিশ্রম করেছে। এই ম্যাচে আমরা নিজেদের নিয়ে একটু বেশিই ভাবার সুযোগ পাব। কারণ, আমাদের প্রতিপক্ষ মহমেডানও অনেক সমস্যার মধ্যে রয়েছে। তবে ওদের লড়াকু মানসিকতা রয়েছে। ওদের অন্তর্বর্তী কোচ ওয়াডু কেমন, তা আমরা জানি। ও দলটাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেই। ওরাও ইতিবাচক ভাবে লিগ শেষ করার চেষ্টা করবে। এটা ওদের হোম ম্যাচ। আমরা যদি আমাদের ইচ্ছাশক্তির সাহায্যে একটু আক্রমণাত্মক, তীব্র ও নিখুঁত ফুটবল খেলতে পারি, তা হলে আমাদেরই কাল ভাল খেলা উচিত”।

স্পষ্টবাদী অস্কার দল ভাল খেললে ফুটবলারদের প্রশংসা যেমন করেছেন, তেমনই খারাপ পারফরম্যান্সের জন্য তাদের সমালোচনা করতে বিন্দুমাত্র পিছপা নন। তিনি বলেন, “গোয়া বা আইএসএলের ভাল দলগুলোর বিরুদ্ধে যখন আমরা খেলি, তখন সমর্থকদের কাছে আমরা দায়বদ্ধ থাকি। ওরা যে রকম নিঃস্বার্থ ভাবে আমাদের সমর্থন করে, সে জন্যই আমরা দায়বদ্ধ। তবে এই মুহূর্তে আমার মনে হয় না, আমরা (ইস্টবেঙ্গলের মতো) এক ঐতিহ্যপূর্ণ ও বড় ক্লাবের অংশ হওয়ার যোগ্যতার প্রমাণ দিতে পেরেছি। তাই আমাদের ভাবতে হবে কী ভাবে আমাদের লিগ শেষ করা উচিত”।

সম্প্রতি প্রতি ম্যাচেই তাদের সঙ্গী হয় চোট-আঘাত, নয় কার্ড সমস্যা। রবিবারের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। অস্কার জানান, “চোট-আঘাত নিয়েই চলতে হচ্ছে আমাদের। প্রতি সপ্তাহেই এই সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। হয় চোট, না হলে কার্ড সমস্যা। এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে যে-ই মাঠে নামুক, তাকে তার ভূমিকা ঠিকমতো পালন করতেই হবে। আত্মবিশ্বাস-সহ প্রতিপক্ষের খেলোয়াড়দের চেয়ে ভাল খেলতে হবে এবং ইতিবাচক ফল আনতে হবে। কাল কারা নেই, সেই তালিকা দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিতে চাই না। এটুকু বলতে পারি অনেককেই কাল মাঠে নামানো যাবে না। তবে চোট-আঘাত, কার্ড সমস্যা নিয়ে যে আমি অজুহাত খাড়া করি না, তা সবাই জানেন”।

এখনই দলের ঘুরে দাঁড়ানোর সময়, মনে করেন ইস্টবেঙ্গল কোচ। সেরা ছয়ে পৌঁছনোও যে তাদের পক্ষে প্রায় অসম্ভব, তাও মেনে নিতে দ্বিধান্বিত নন তিনি। বলেন, “আইএসএলে সেরা ছয়ে থেকে শেষ করা এখন প্রায় অসম্ভব। এই বাস্তবটা মেনে নিতেই হবে। এই ব্যাপারে কাউকে ঠকাতে চাই না আমরা। এখন আমরা ১১ নম্বরে আছি। গোল পার্থক্য আমাদের ভাল নয়। আরও পাঁচটা ম্যাচ বাকি আমাদের। এই জায়গা থেকে আমরা যদি ৮, ৯, ১০ নম্বরেও যেতে পারি, তা হলেও ভাল। দেড়-দু’মাস ধরে আমরা একই জায়গায় রয়েছি। এই জায়গা থেকে উঠতে চাই। তাই আমাদের সামনে এখন অনেক কাজ”।

যা করার, তা যে তাদেরই করতে হবে, ফুটবলারদের উদ্দেশে এমনই বার্তা দিয়ে অস্কার বলেন, “আমরা যদি অপেক্ষা করি, কখন আমাদের সময় আসবে, তা হলে বড় সমস্যা হবে। আমাদেরই সময় ঘোরাতে হবে। সব বাধা, বিপত্তি পেরিয়ে ভাল সময় আনতে হবে। আমার মনে হয় মরশুমটা এর চেয়ে ভাল জায়গায় থেকে শেষ করার ক্ষমতা আমার মধ্যে আছে”।

রবিবারের বড় ম্যাচ নিয়ে মহমেডান এসসি-র কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, ''দলের এ রকম একটা অবস্থায় দায়িত্ব নেওয়া যে কোনও কোচের পক্ষে কঠিন। দল নিয়ে বেশি অনুশীলনের সুযোগই পাইনি আমি। মহমেডান সব সময়ই জেতার কথা মাথায় নিয়েই মাঠে নামে। তবে আমরা পারছি না। তবে আশা করি, এর পর থেকে আমরা আরও ভাল খেলব। মাঝে মাঝে ব্যক্তিগত ভুলের জন্য আমরা ম্যাচ হারছি। কিন্তু এই ভুলগুলো আর করলে চলবে না। অনুশীলনে সেটাই করার চেষ্টা করছি আমরা। ম্যাচেও তা করে দেখাতে হবে”।

ডার্বির গুরুত্ব নিয়ে কোচ বলেন, “ডার্বি কতটা গুরুত্বপূর্ণ তা এর সঙ্গে জড়িত সকলেই জানেন। তাই কালকের ম্যাচে আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিতে চাই। ইস্টবেঙ্গলের পক্ষে যাতে ম্যাচটা কঠিন হয়ে ওঠে, সেই চেষ্টাই থাকবে আমাদের। আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব”।

সুযোগকে গোলে পরিণত করতে না পারার রোগ যে মরশুমের শুরু থেকেই রয়েছে তাঁর দলে, তা স্বীকার করে নিয়ে মেহরাজউদ্দিন বলেন, “আমরা অনুশীলনে এই সমস্যা শোধারনোর চেষ্টা করছি। সে জন্য আমরা সম্প্রতি একজন বিদেশী ফরোয়ার্ডকেও এনেছি। আশা করি, কাল আমরা গোল পাব। তবে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে গোল পাওয়া সব সময় কঠিন। তবে প্রতিপক্ষের গোল আটকানোর জন্য আমাদের রক্ষণকেও শক্তপোক্ত হতে হবে”।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: লিগ তালিকার তলানিতে দুই দল, কলকাতা ডার্বিতে আত্মসম্মানের লড়াইয়ে মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RR vs KKR: অল্পের জন্য ডি ককের শতরান হাতছাড়া, তবে রাজস্থানকে ৮ উইকেটে দুরমুশ করে দাপুটে জয় পেল কেকেআর
অল্পের জন্য ডি ককের শতরান হাতছাড়া, তবে রাজস্থানকে ৮ উইকেটে দুরমুশ করে দাপুটে জয় পেল কেকেআর
West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
IPL 2025: আইপিএল শেষে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
আইপিএল শেষে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: 'সৎমার পূর্ব পরিচিত CISF জওয়ান'! চিনার পার্কের ভুয়ো IT অভিযান প্রসঙ্গে কী জানালেন DC ?Kolkata News: কলকাতার নামী হাসপাতালে জাল ইঞ্জেকশন ! বড় সার্জারিতে ব্যবহার গুরুত্বপূর্ণ অ্যালবুমিনChhok Bhanga 6 Ta : দেগঙ্গায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে জোড়া বোমাSare 7 Tay Saradin : 'তুষ্টিকরণের রাজনীতি করছে', ওবিসি সংরক্ষণ নিয়ে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RR vs KKR: অল্পের জন্য ডি ককের শতরান হাতছাড়া, তবে রাজস্থানকে ৮ উইকেটে দুরমুশ করে দাপুটে জয় পেল কেকেআর
অল্পের জন্য ডি ককের শতরান হাতছাড়া, তবে রাজস্থানকে ৮ উইকেটে দুরমুশ করে দাপুটে জয় পেল কেকেআর
West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
IPL 2025: আইপিএল শেষে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
আইপিএল শেষে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
IPL 2025: সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
Stock Market Today : ৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
Kalyan On Suvendu: 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম' ! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Darjeeling Hospital Incident: মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
Embed widget