আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Mohammedan vs FC Goa: শনিবার আইএসএলে নামছে মহমেডান, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
Indian Super League: মহমেডান কোচ আন্দ্রেই চেরনিশভ ঘুরে দাঁড়াতে মরিয়া। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মহমেডান।
কলকাতা: প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলতে নেমেছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। প্রথম ম্যাচে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছিল সাদা কালো শিবিরকে। ম্যাচের একমাত্র গোল পেতে নর্থইস্টকে সংযোজিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়।
মহমেডান কোচ আন্দ্রেই চেরনিশভ ঘুরে দাঁড়াতে মরিয়া। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মহমেডান। এফসি গোয়া ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচে যে ভাবে জেতা ম্যাচ হাতছাড়া করে পয়েন্ট খুইয়েছে, তা নিয়ে তাদের কোচ মানোলো মার্কেজ একেবারেই খুশি নন। প্রথম ম্যাচে দলের খেলা দেখে গতবারের সেমিফাইনালিস্টদের কোচ বলেছেন, 'প্রথম ২০ মিনিট বাদ দিয়ে ম্যাচের বাকি সময় দল মোটেই ভাল খেলেনি।'
শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডানের বিরুদ্ধে সেই ভুল শোধরাতেই মাঠে নামবে এফসি গোয়া। এ মরশুমের আগে দলের সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করা ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সর্বোচ্চ গোলদাতা নোয়া সাদাউই ও দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কার্লোস মার্টিনেজদের মতো নির্ভরযোগ্য ফুটবলাররা গোয়া শিবির ছেড়ে চলে যান। যোগ দেন গতবার মোহনবাগান এসজি-র হয়ে খেলা আলবানিয়ার ফরোয়ার্ড সাদিকু ও ইকের গুয়ারতজেনা।
এ ছাড়াও বোরহা হেরেরা, গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি, অ্যালান সাজি, মহম্মদ ইয়াসির, রাওলিন বোর্জেসদের মতো ফুটবলাররাও এ মরশুমে গোয়া শিবিরে যোগ দিয়েছেন। গত মরশুমে যোগ দেওয়া সন্দেশ ঝিঙ্গন এ মরশুমেও দলের রক্ষণের অন্যতম বড় ভরসা। গত মরশুমের শেষ দিকে তিনি চোট পাওয়ায় মাঠে নামতে না পারায় সমস্যায় পড়েছিল এফসি গোয়া। রক্ষণে বড় ফাটল দেখা দেয় ঝিঙ্গন মাঠে না থাকায়। এ মরশুমে তাই তরতাজা হয়ে ফিরে এসেছেন তিনি। যদিও প্রথম ম্যাচে খেলেননি।
রাশিয়ার জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ ও মহমেডানের বর্তমান হেড কোচ আন্দ্রেই চেরনিশভ, যিনি সে দেশের অনুর্ধ ২১ জাতীয় দলেরও কোচ ছিলেন তিনিই মহমেডান স্পোর্টিংকে আইএসএল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, ডুরান্ডে যা হয়েছে, তা অতীত। এ বার আইএসএলে উন্নত মহমেডানকে দেখা যাবে। মাত্র চার সপ্তাহ প্রস্তুতি নেওয়ার পর তাঁর দল প্রথম ম্যাচে যে আত্মবিশ্বাসী ও লড়াকু ফুটবল খেলে, তা প্রশংসার যোগ্য।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
আরব আমিরশাহির পেশাদার লিগে খেলা ফরওয়ার্ড সিজার মানজোকি, গৌরব বোরা, সামাদ আলি মল্লিক, আমরজিৎ সিং কিয়াম, রোচারজেলা, মকান চোথের মতো আইএসএলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন দেশীয় ফুটবলাররা যে এখনও সঙ্ঘবদ্ধ হয়ে খেলতে পারছেন না, তা সেই ম্যাচেই বোঝা যায়। তাঁদের দল হিসেবে খেলা প্রয়োজন। কলকাতার দলটির বড় ভরসা তাদের গোলকিপার পদম ছেত্রী। আইএসএলের প্রথম ম্যাচেও তিনি দলকে ভরসা জোগান। তবে শেষ মুহূর্তের ভুলে গোল খান। শনিবার ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে লড়াকু মনোভাব বজায় রেখে উন্নত ফুটবল খেলতে পারবে কি না তারা, সেটাই দেখার।
কাদের ম্যাচ
আইএসএলে শনিবার মহমেডান এসসি বনাম এফসি গোয়া
কোথায় খেলা
কিশোরভারতী স্টেডিয়াম, কলকাতা
কবে, কখন খেলা
২১ সেপ্টেম্বর, ২০২৪, শনিবার, কিক অফ সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার
স্পোর্টস ১৮ থ্রি (বাংলা), স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮ টু (হিন্দি), স্পোর্টস ১৮ ওয়ান এসডি ও এইচডি (ইংলিশ) চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ
অনলাইন স্ট্রিমিং
স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে খেলা (তথ্য: আইএসএল)
আরও পড়ুন: বাংলা-গুজরাত যুগলবন্দি আর শাকিবের আত্মঘাতী শটে তছনছ বাংলাদেশ
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
প্রযুক্তি
Advertisement