Durand Cup 2024: ডুরান্ড কাপের শেষ আটে পাঞ্জাব কঠিন প্রতিপক্ষ, স্বীকারােক্তি বাগান কোচ মলিনার
MBSG vs Punjab FC: মোহনবাগান যেখানে গ্রুপ 'এ'-র শীর্ষস্থান অধিকার করেছে, সেখানে পাঞ্জাব এফসি দ্বিতীয় স্থান অর্জনকারী সেরা দলগুলির একটি হিসেবে শেষ আটে উঠেছে।
কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup 2024) গতবারের ফাইনালিস্ট ইস্টবেঙ্গল এফসি বুধবার কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে বিদায় নিলেও কলকাতার আশা টিকে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ওপর। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি শেষ চারে ওঠার লড়াইয়ে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে শুক্রবার। জামশেদপুরে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টেয়।
মোহনবাগান যেখানে গ্রুপ 'এ'-র শীর্ষস্থান অধিকার করেছে, সেখানে পাঞ্জাব এফসি দ্বিতীয় স্থান অর্জনকারী সেরা দলগুলির একটি হিসেবে শেষ আটে উঠেছে। দুই দলই তাদের গ্রুপ পর্ব শেষ করেছে সাত পয়েন্ট নিয়ে। মোহনবাগান এসজি-র নতুন কোচ হোসে মোলিনা তাদের তারকাখচিত দলের ওপর ভরসা রাখতে পারেন। যদিও দলের অন্যতম সেরা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের চোট। এই তালিকায় রয়েছেন আশিক কুরুনিয়ানও।
এই ম্যাচ নিয়ে মোলিনা ক্লাব মিডিয়াকে বলেন, “ম্যাচটা আমাদের জিততেই হবে। যদিও সেটা মোটেই সোজা হবে না। কারণ, ওরা খুব ভাল দল। কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ওরা বেশ ভাল খেলেছে। ওদের হারানো অত সোজা নয়। তবে আমাদের দলও ভাল খেলছে। আশা করি, কালও ভাল খেলবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব। যদিও আমরা এখনও প্রাক মরশুম প্রস্তুতির পর্যায়ে রয়েছি, এই টুর্নামেন্টের ম্যাচগুলোতে আমাদের আসল মরশুমের ভাল প্রস্ততি হচ্ছে। তবুও আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই এসেছি। আশা করি, আমাদের সেই লক্ষ্য পূরণ হবে”।
পাঞ্জাব দলের কৌশলী ও সুসংগঠিত রক্ষণ বিভাগের সঙ্গে লড়াই হবে তাদের আক্রমণ বিভাগের। নতুন কোচ পানাগিওটিস ডিলমপেরিসের প্রশিক্ষণাধীন দলটির আক্রমণ মূলত তাদের বিদেশী খেলোয়াড় লুকা মাজেন ও মুশাগা বাকেঙ্গার ওপর নির্ভরশীল। তাঁরা ফর্মে থাকলে দলের গোলের সম্ভাবনা বাড়বে। তাদের মাঝমাঠও শক্তিশালী করে তুলেছেন নবাগত ফিলিপ ম্রজললিয়াক ও এজেকিয়েল ভিদাল। তাঁদের সঙ্গে বিনীত রাই এবং নিখিল প্রভুও কার্যকরী ভূমিকা পালন করেন।
ম্যাচের আগে কোচ ডিলমপেরিস আত্মবিশ্বাসী সুরে বললেন, "আগামী কালের ম্যাচের জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে এবং আমরা সেই পরিকল্পনা অনুযায়ীই খেলব। খেলোয়াড়রা ভালভাবে অনুশীলন করছে এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভাল। আমরা জানি যে, আমরা ভারতের অন্যতম শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছি, কিন্তু এই টুর্নামেন্টের ফরম্যাটে যে কোনও দল তাদের দিনে অন্য দলকে পরাজিত করতে পারে"।
শুক্রবার সন্ধ্যায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসি। এই ম্যাচও জমজমাট হওয়ার সম্ভবনা প্রবল। এই দুই ম্যাচের জয়ী দল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া