Mohun Bagan vs East Bengal: জল্পনার অবসান, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি কোথায়, হয়ে গেল ঘোষণা
Indian Super League: প্রত্যাশামতোই গুয়াহাটিতে হবে আইএসএলের ডার্বি। ১১ জানুয়ারি, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ।
কলকাতা: সব জল্পনার অবসান। অবশেষে ঘোষণা হয়ে গেল আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ কোথায় হবে।
প্রত্যাশামতোই গুয়াহাটিতে হবে আইএসএলের ডার্বি। ১১ জানুয়ারি, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ডার্বি ঘিরে তুমুল নাটক হয়েছিল। আরজি কর প্রতিবাদের (RG Kar Protest) আবহে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, এই অজুহাতে কলকাতা ডার্বি বাতিল করা হয়েছিল। ফের এক ডার্বি ঘিরে জট তৈরি হয়। আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি-র ফিরতি ম্যাচ রয়েছে ১১ জানুয়ারি। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে। যদিও গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার ব্যবস্থা করতে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করতে হয়েছে, এই কারণ দেখিয়ে ডার্বিতে নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে না বলে আয়োজক মোহনবাগানকে জানিয়ে দিয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেট।
এই ডার্বির আয়োজক মোহনবাগান। তারা ম্যাচটি কলকাতায় খেলতেই মরিয়া ছিল। শোনা যাচ্ছিল, সল্ট লেকে না হলে কল্যাণীতেও ম্যাচটি আয়োজন করতে চায় সবুজ মেরুন শিবির।
আরও পড়ুন: অধিনায়ক কোহলি, ওপেনার ফিল সল্ট? আইপিএলের একাদশ সাজিয়ে ফেলল আরসিবি?
View this post on Instagram
দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার সন্ধ্যায় আইএসএল ডার্বির ভেন্যু চূড়ান্ত করা হয়। ১১ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে হবে আইএসএলের ফিরতি বড় ম্যাচ। বুধবারই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করে দেওয়া হল আইএসএলের তরফে।
গত দিন দুয়েক ধরেই এফএসডিএলের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে মোহনবাগান কর্তাদের। কিন্তু সমস্যা তৈরি হয়েছিল অসম প্রশাসনের অনুমতি পাওয়া নিয়ে। কারণ, বুধবার ও বৃহস্পতিবার গুয়াহাটিতে রাজনৈতিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি শনিবার, ডার্বি ম্যাচের দিনও দুপুর আড়াইটে থেকে গুয়াহাটিতে একটি বড় রাজনৈতিক সভা রয়েছে। সেই কারণেই ডার্বি আয়োজনের বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে প্রশাসনের সবুজ সংকেত পেয়েই ঘোষণা করা হল, নতুন বছরে প্রথম লাল-হলুদ বনাম সবুজ-মেরুন লড়াই হবে পড়শি রাজ্যে।
আরও পড়ুন: বুমরাকে রাগিয়ে দেওয়ায় ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, স্বীকারোক্তি অস্ট্রেলিয়ার তরুণের