Mohun Bagan SG: শেষ মুহূর্তে গোল আলবার্তোর, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই মোহনবাগান
Mohun Bagan vs Kerala Blasters: ঘরের মাঠে, সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে একেবারে শেষ লগ্নে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে তিন পয়েন্ট দিলেন আলবার্তো রদ্রিগেজ।
কলকাতা: ম্যাচ শেষ হতেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ফুটে উঠল, 'লড়াই কর হার না মানা, এটাই আমাদের সংকল্প! এগিয়ে চলব একসঙ্গে।'
হার না মানা লড়াই করেই শনিবার মহার্ঘ তিন পয়েন্ট ছিনিয়ে আনল সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠে, সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে একেবারে শেষ লগ্নে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে তিন পয়েন্ট দিলেন আলবার্তো রদ্রিগেজ। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে নিজেদের জায়গা আরও পোক্ত করল মোহনবাগান।
লড়াই করো হার না মানা, এটাই আমাদের সংকল্প! এগিয়ে চলবো একসঙ্গে 💚♥️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 14, 2024
Watch #MBSGKBFC LIVE only on @JioCinema, @Sports18-3, #StarSports3 #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/j51qUHkcMo
ম্যাচের প্রথম গোলটি করেছিল মোহনবাগানই। প্রথমার্ধের ৩৩ মিনিটে গোল করে সবুজ-মেরুন শিবিরকে এগিয়ে দেন বিশ্বকাপার ম্যাকলারেন। যদিও এই গোলের নেপথ্যে অনেকটাই কৃতিত্ব প্রাপ্য আশিস রাইয়ের। আশিসের জোরাল শট কেরলের গোলকিপার ধরতে পারেননি। ফিরতি বল গোলে ঠেলে দেন ম্যাকলারেন।
তবে দ্বিতীয়ার্ধের মিনিট ছয়েকের মধ্যেই সেই গোল শোধ করে দেয় কেরল ব্লাস্টার্স। দূরপাল্লার জোরাল শটে বল মোহনবাগানের জালে জড়িয়ে দেন জিমেনেজ।
দ্বিতীয়ার্ধে বিশালের অপ্রত্যাশিত ভুলে গোল পেয়ে যায় কেরল। ম্যাচের বয়স তখন ৭৭ মিনিট। ২-১ এগিয়ে যায় কেরল ব্লাস্টার্স। তখনই কোচ হোসে মোলিনা নামিয়ে দেন তাঁর ব্রহ্মাস্ত্র জেসন কামিংস ও আশিক কুরুনিয়ানকে। তাতেই ম্যাচের রং পাল্টে যেতে শুরু করে। শেষ লগ্নে একের পর এক সুযোগ তৈরি করলেন মোহনবাগানের ফুটবলাররা। ৮৬ মিনিটে দিমিত্রি পেত্রাতসের নেওয়া শটে পা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন কামিংস। ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান।
Monster Mentality 💚❤️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/JTnxLWboQB
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 14, 2024
সবুজ-মেরুনের জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে দিলেন তিনি।
আরও পড়ুন: ওয়ান ডে টুর্নামেন্টেও খেলবেন শামি, দোসর মুকেশও, কেমন হল বাংলা দল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।