Naihati: ভুল পেনাল্টি ঘোষণা, রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মার নৈহাটির স্টেডিয়ামে, গ্রেফতার ৪
Naihati News: ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে রেফারিকে মারধরের অভিযোগ। সূর্য সেন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মারধরের অভিযোগ নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আহত রেফারি চরণ হেমব্রম।

নৈহাটি: ভুল পেনাল্টি ঘোষণা, রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মার! নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উত্তেজনা, গ্রেফতার ৪। সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ ঘিরে ধুন্ধুমার। বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ম্যাচ ছিল খড়দার সূর্য সেন স্পোর্টিং ক্লাবের। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব। ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে রেফারিকে মারধরের অভিযোগ। সূর্য সেন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মারধরের অভিযোগ
নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আহত রেফারি চরণ হেমব্রম। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন নৈহাটির বিধায়ক সনৎ দে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ''এটা একেবার ন্যক্কারজনক ঘটনা। এটা কোনওভাবেই কাম্য নয়। রেফারিরা মাঠে আসেন, ব্য়ালান্স করে খেলান। যাদের সুষ্ঠভাবে খেলাটা পরিচালনা করা হয়। মাঠে ঢুকে রেফারিকে মারব, এটা কোনওভাবেই হতে পারে না। আমার মনে হয় দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি নেওয়া উচিৎ। তাহলেই ভবিষ্যতে আর কেউ এমনটা করবেন না।''
নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, ''সুপার ডিভিশনের ম্যাচ ছিল। বেলঘড়িয়া অ্য়াথলেটিক ক্লাব ও খড়দা সূর্যসেন ক্লাবের ম্য়াচ ছিল। খেলার ৭১ মিনিটের সময় হঠাৎ দেখতে পেলাম যে সূর্যসেন স্পোর্টিংয়ের যে গোলরক্ষক, তিনি রেফারিকে সজোরে লাথি মারেন। একই সঙ্গে ক্লাবের এক কর্তাও মাঠে চলে আসেন। তিনিও রেফারিকে মারতে থাকেন।''
এই ছবি যদিও বাংলার বুকে প্রথম নয়। মেদিনীপুরে সেই ছবি দেখা গিয়েছিল। এক ভাইরাল ভিডিও ঘিরেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল। এই ভিডিও ক্লিপ নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছিলেন, ''খেলার মাঠে রেফারিকে লাথি, এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন। রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।''
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন, ''ভোটের ময়দানে নির্বাচন কমিশনকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার রেফারিকে আক্রমণ, এটাই তৃণমূলের সংস্কৃতি। তফশিলিদের উপর অত্যাচারের ধারায় মামলা করে ব্যবস্থা নিতে হবে। না হলে সুবিচারের জন্য পাশে থাকবে বিজেপি।''
খেলার মাঠে এভাবে রেফারিকে মারধরের ঘটনার থেকে বাজে ছবি বাংলার ফুটবলের জন্য লজ্জা ছাড়া আর কিছুই নয়। নৈহাটির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জননকে। কিন্তু এরপরও এই ঘটনা নিয়ে নিন্দায় সরব হয়েছেন সবাই।






















