Odisha FC: ওড়িশার ইতিহাস, প্রথম মহিলা চ্য়াম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের যোগ্যতা অর্জন করল ভারতীয় ক্লাব
Odisha FC: মরণ বাঁচন ম্যাচে আয়োজক দেশ জর্ডনের ক্লাব ইতিহাদকে ২-১ হারিয়ে ওড়িশা এফসি মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে জায়গা করে নিল।
নয়াদিল্লি: মহাদেশের সেরা হওয়ার দৌড়ে জায়গা করে নিল ভারতীয় ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women's Champions League) মূলপর্বে খেলবে ভারতের ওড়িশা এফসির (Odisha FC) মহিলা দল। জর্ডনের এতিহাদ ক্লাবকে হারিয়ে ওড়িশা মহিলা দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে নিজেদের জায়গা পাকা করে ফেলল।
এই প্রথমবার মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হচ্ছে। সেই মেগা টুর্নামেন্টের মূলপর্বে পৌঁছনোর জন্য প্রিলিমিনারি রাউন্ড খেলে ওড়িশা এফসি। সেখানে নিজেদের মহাদেশীয় অভিষেক ম্যাচে সিঙ্গাপুরের লিয়ন সিটি সেলারর্স এফসিকে হারায় ৪-১ গোলের বিরাট ব্যবধানে কার্যত উড়িয়ে দেয় ওড়িশা। লিন্ডা কম সের্তো সেই ম্যাচে জোড়া গোল করেন এবং বাকি দুইটি আত্মঘাতী গোল হয়। তবে এতিহাদ ক্লাব লিয়ন সিটিকে ৫-০ হারানোয় মূলপর্বে পৌঁছতে হলে আয়োজক দেশের ক্লাবটিকে হারাতেই হত ওড়িশাকে। ঠিক সেটাই করে দেখাল পড়শি রাজ্যের ক্লাবটি।
Pride of Odisha. 💜
— Odisha FC (@OdishaFC) August 31, 2024
Pride of India. 🇮🇳
Pride of Indian Football. ⚽
Ladies and gentlemen, presenting to you @OdishaFCW 🖤💜#odishAFC pic.twitter.com/vQ0i6PHc2Q
এক হাড্ডাহাড্ডি ম্যাচে জর্ডনের ইতিহাদ ক্লাবকে হারিয়ে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে পৌঁছে ইতিহাস গড়ল ওড়িশা। ম্যাচের স্কোরলাইন ভারতীয় ক্লাবের পক্ষে ২-১। শুরু থেকেই ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে ২৭ মিনিটে নেহার রক্ষণভেদী জেনিফার কানকামের গোলে ম্যাচে লিড নিতে সক্ষম হয় ওড়িশা। প্রথমার্ধ ১-০ এগিয়েই শেষ করে জাগারনটসরা। তবে দ্বিতীয়ার্ধে ইতিহাদ লড়াইয়ে ফেরে। জর্ডানের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মায়সা জাবরা বাঁ পায়ের শটে দলকে সমতায় ফেরান। তবে ওড়িশাও হাল ছাড়েনি।
ম্যাচের ৭০ মিনিটে লিন্ডার পাস থেকে জেনিফার বল পেয়ে যান। তিনি ইতিহাদের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দিতে কোনওরকম ভুল করেননি। লিড পাওয়ার পর ম্যাচের শেষ ২০ মিনিটে জানপ্রাণ দিয়ে দুরন্ত ডিফেন্ড করে ওড়িশা। জাতীয় দলের গোলরক্ষম শ্রেয়া হুডা ম্যাচের শেষলগ্নে দুই অনবদ্য সেভ করে ওড়িশার জয় সুনিশ্চিত করেন। চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উরায়া রেড ডায়মন্ডস লেডিস, তাইচুং ব্লু ওয়েল ওমেন্স ফুটবল দল এবং হো চি মিন সিটি ওমেন্স এফসির সঙ্গে এক গ্রুপে রয়েছে। ৬ থেকে ১২ অক্টোবর গ্রুপ পর্বের ম্যাচগুলি আয়োজিত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সুযোগ পেলেন না হরমনপ্রীত, বিগ ব্যাশে স্মৃতিসহ খেলবেন ভারতের ছয় মহিলা ক্রিকেটার