Premier League: ফডেনের অনবদ্য হ্যাটট্রিকে ব্রেন্টফোর্ড-কাঁটা উপড়ে ফেলল ম্যাঞ্চেস্টার সিটি
Man City: টানা পাঁচ ম্যাচ জিতে আপাতত লিগ লিডার লিভারপুলের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ম্যাঞ্চেস্টার সিটি।
লন্ডন: প্রিমিয়ার লিগে (Premier League) গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চস্টার সিটির (Manchester City) জয়ের ধারা অব্যাহত। নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে লিগ তালিকায় দুইয়ে উঠে এল পেপ গুয়ার্দিওলার দল। লিগ লিডার লিভারপুলের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তাঁরা। ব্রেন্টফোর্ডকে তাদেরই ঘরের মাঠে ৩-১ গোলে উড়িয়ে দিলেন সিটিজ়েনরা। সৌজন্যে দলের তারকা ফুটবলার ফিল ফডেন (Phil Foden)। তরুণ ফডেনের অনবদ্য হ্যাটট্রিকেই শক্ত গাঁট ব্রেন্টফোর্ডকে পরাজিত করতে সক্ষম হল ম্যান সিটি।
গত মরশুমে সিটি চ্যাম্পিয়ন হলেও, দুই ম্যাচেই পশ্চিম লন্ডনের ক্লাব ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল গুয়ার্দিওলার দলকে। এই ম্যাচের শুরুটাও কিন্তু সিটির জন্য ভাল হয়নি। ম্যাচের শুরু থেকেই রাশ ম্যান সিটির দখলে থাকলেও, ২১ মিনিটের গতির বিপরীতে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন নীল মোপে। ব্রেন্টফোর্ডের গোলরক্ষক মার্ক ফ্লেকেন এ মরশুমে প্রথম গোলকিপার হিসাবে অ্যাসিস্ট প্রদান করলেন। তিনি প্রথমার্ধে নয়টি শট বাঁচিয়ে ব্রেন্টফোর্ডের লিড বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই, ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ম্যান সিটিকে ম্যাচে সমতায় ফেরান ফিল ফডেন।
দ্বিতীয়ার্ধে দুই তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন এবং আরলিং হালান্ডের অ্যাসিস্ট থেকে যথাক্রমে ৫৩ ও ৭০ মিনিটে গোল করে নিজের কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ফডেন। ডি ব্রুইন এবং হালান্ড, উভয়েই সিটি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। দুই তারকাই গত বছরের শেষের দিকে বহুদিন মাঠের বাইরে ছিলেন। তবে লিভারপুল, আর্সেনালরা তাঁর লাভ তুলে সিটিকে পিছনে ফেলতে ব্যর্থ হন।
অতীত ইতিহাস ঘেটে দেখলে সিটির বর্তমান যা ফর্ম, তা কিন্তু রেড ও গানার্সদের জন্য বেশ উদ্বেগেরই। গুয়ার্দিওলার দলই বিগত তিন মরশুম ধরে প্রিমিয়ার লিগ জিতে আসছে। গত মরশুমে ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় ক্লাব হিসাবে ট্রেবলও জেতে তাঁরা। এই মরশুমে ম্যাঞ্চেস্টারের নীল অর্ধের সামনে আরও ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। প্রথম দল হিসাবে নাগাড়ে চার প্রিমিয়ার লিগ খেতাব জয়ের হাতছানি রয়েছে সিটিজেনদের সামনে। হালান্ডরা আপাতত লিভারপুলের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকলেও, তাঁরা এক ম্যাচ কম খেলেছেন। তাই ফের একবার লিগ শীর্ষে পৌঁছে যাওয়ার হাতছানি রয়েছে তাঁদের সামনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের হয়ে খেলতে শহরে মেসির প্রাক্তন সতীর্থ ভিক্টর