Fifa World Cup: ব্রুনোর জোড়াফলা, উরুগুয়েকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
Portugal vs Uruguay: দলের হয়ে জোড়া গোল করলেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম ম্য়াচে ঘানা ও গতকাল উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে পর্তুগাল।
দোহা: কাতার বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিল পর্তুগাল। উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। দলের হয়ে জোড়া গোল করলেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম ম্য়াচে ঘানা ও গতকাল উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে পর্তুগাল।
উরুগুয়ে তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল। এই ম্যাচে জিতলেই বিশ্বকাপে নক আউট পর্বের রাস্তাটা সহজ হত তাদের। কিন্তু এবার সেই আশায় জল ঢেলে দিল ফার্নান্দো স্যান্টােসের দল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম গোলের ক্ষেত্রে ব্রুনোর শট জালে জড়িয়ে যায়। ডি বক্সে রোনাল্ডো হেড দেওয়ার জন্য লাফ দিলেও তাঁর মাথায় বল না লেগেই বল জালে জড়িয়ে যায়। খেলা শেষের ঠিক কিছুক্ষণ আগে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। সেখান থেকেও গোল করতে ভুল করেননি ব্রুনো।
টুর্নামেন্টের প্রথম ২ রাউন্ড হওয়ার পরও মাত্র তিনটি দলই নক আউটে জায়গা নিশ্চিত করল। তৃতীয় রাউন্ডের পর আরও ১৩টি দল জায়গা করে নেবে নক আউটে। উরুগুয়ে তাদের শেষ ম্যাচে খেলবে ঘানার বিরুদ্ধে। সেই ম্যাচে অবশ্যই জিততে হবে উরুগুয়েকে। নইলে গ্রুপ এইচে দ্বিতীয় স্থানে থাকা ঘানাই চলে যাবে নক আউটে।
শেষ ষোলোয় যেতে পারে জার্মানিও
দুরন্ত স্পেনকে রুখে দিয়েছে জার্মানি। সেই সঙ্গে নক আউটে যাওয়ার স্বপ্নও বাঁচিয়ে রেখেছে চারবারের চ্যাম্পিয়নরা। জাপানের কাছে হারের ক্ষত ভুলে শেষ ষোলোয় চলে যেতে পারেন ম্যানুয়েল নয়্যাররা। কিন্তু কীভাবে?
নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপের গ্রুপ ই-র শীর্ষে রয়েছে স্পেন। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। মোরাতাদের শেষ ষোলো কার্যত নিশ্চিত। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩। ২ ম্যাচ খেলে কোস্তা রিকার পয়েন্টও ৩। গোল পার্থক্যে জাপানের চেয়ে পিছিয়ে তারা। গ্রুপের শেষে রয়েছে জার্মানি। ২ ম্যাচে তাদের পয়েন্ট ১। এই গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে জাপান। অন্য দিকে জার্মানি খেলতে নামবে কোস্তা রিকার বিরুদ্ধে।
পরের রাউন্ডে যেতে গেলে নিজেদের ম্যাচ জিততেই হবে জার্মানিকে। তা হলে থোমাস মুলারদের পয়েন্ট হবে ৪। কোস্তা রিকা আটকে যাবে ৩ পয়েন্টে। অন্য ম্যাচে স্পেন যদি জাপানকে হারায়, তা হলে স্পেনের পয়েন্ট হবে ৭। জাপানের পয়েন্ট থাকবে ৩। সে ক্ষেত্রে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় যাবে জার্মানি।