এক্সপ্লোর
Advertisement
Fifa World Cup: সৌদি আরবের কাছে ২ গোল হজম করে মনোবিদের শরণাপন্ন হয়েছিলেন আর্জেন্তিনার গোলকিপার
Emiliano Martínez: মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা। লা আলবিসেলেস্তেদের শেষ ষোলোয় ওঠার স্বপ্ন এখনও বেঁচে।
দোহা: মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা (Argentina vs Mexico)। দুরন্ত গোল করে দলের মনোবল বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi) ও এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez)। লা আলবিসেলেস্তেদের শেষ ষোলোয় ওঠার স্বপ্ন এখনও বেঁচে।
মেক্সিকোকে হারিয়ে উঠে আর্জেন্তিনার গোলকিপারের স্বীকারোক্তি, সৌদি আরবের কাছে ২ গোল হজম করে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বিরাট ধাক্কা খেয়েছিল আর্জেন্তিনা। অপ্রত্যাশিত সেই ফল দেখে বিস্মিত হয়েছিল ফুটবল বিশ্ব। মেক্সিকোকে হারানোর পর এমিলিয়ানো মার্তিনেজের (Emiliano Martinez) স্বীকারোক্তি, 'এই তিনদিন অনেক কিছু ভোগ করতে হয়েছে। আমাকে পরাস্ত করে ওরা (সৌদি আরব) ২ গোল দিয়েছিল সেটা সত্যি আর সেই ধাক্কা কাটিয়ে উঠতে আমার মনোবিদের শরণাপন্ন হতে হয়েছিল।'
আর্সেনালের হয়ে ক্লাব ফুটবল খেলতেন মার্তিনেজ। ক্লাবের মনোবিদ ডেভিড প্রিস্টলির সঙ্গে এখনও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সৌদির কাছে পরাজয়ের পর তাঁর সঙ্গেই বারবার কথা বলেছেন বলে জানিয়েছেন মার্তিনেজ। তাতেই তাঁর চাপ কেটেছে। মার্তিনেজ বলেছেন, 'আমি জানি যে, সাড়ে চার কোটি আর্জেন্তিনীয় আমাকে সমর্থন করছেন। আগের ম্যাচে হার তাঁদের দুঃখ দিয়েছে। তবে আজ আমরা দেখিয়ে দিলাম যে, এখানে লড়াই করতেই এসেছি।'Argentina
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement