UCL Final: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে উয়েফা সভাপতির আমন্ত্রণে মিউনিখে আইসিসি চেয়ারম্যান জয় শাহ
UCL 2024-25: মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।

মিউনিখ: রাতেই ক্লাব ফুটবলের মহারণ। মিউনিখে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে মুখোমুখি ইন্টার মিলান ও প্যারিস সঁ-জরমঁ। সেই ম্যাচের আগে মিউনিখে সাজ সাজ রব। এই মহারণের আগে মিউনিখে উয়েফা সভাপতি অ্যালেকজান্ডার সেফারিনের আমন্ত্রণে জার্মানিতে পৌঁছ গিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)।
নিজের সোশ্যাল মিডিয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির সামনে সেফারিনের সঙ্গে ছবিও আপলোড করেছেন জয় শাহ। আইসিসি যে সময় গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে তৎপর, সেই এই সাক্ষাৎকার বেশ গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন শাহ। মিউনিখে পৌঁছে সেফারিনের সঙ্গে সাক্ষাতের পর শাহ লেখেন, 'মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ক্রিকেটের প্রতিনিধিত্ব করা এবং উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফারিনের সঙ্গে কথোপকথনের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ। যে সময় আইসিসি গোটা বিশ্বে নিজেদের প্রতিপত্তি বৃদ্ধির লক্ষ্যে, বিশেষত সেই সময়ে অন্যান্য খেলাধুলোর নেতাদের সঙ্গে দেখা করাটা খুবই মূল্যবান।'
Honoured to represent cricket in Munich ahead of the @championsleague Final and have discussions with UEFA President Aleksander Čeferin. It's always valuable to spend time with other sporting leaders as the @ICC expands our sport's global reach. pic.twitter.com/DdBTWpMRqy
— Jay Shah (@JayShah) May 31, 2025
শনিবার (ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাত) জার্মানির মিউনিখে আলিয়াঞ্জ এরিনায় দুই শক্তিধর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা পুরস্কার জয়ের লক্ষ্যে নামবে। একদিকে গোটা মরশুমে দুরন্ত আগ্রাসী ফুটবল খেলার পর লুইস এনরিকের তত্ত্বাবধানে পিএসজি যেখানে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া। ইতিমধ্যেই ,স্প্যানিয়ার্ডের অধীনে এ মরশুমে লিগ ওয়ান ও ফরাসি কাপ জিতে নিয়েছে ফরাসি রাজধানীর ক্লাবটি। এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল সম্পূর্ণ করার লক্ষ্যে উসমান দেম্বেলেরা।
অপরদিকে, সিমোনে ইনজাঘির কোচিংয়ে বুদ্ধিদীপ্ত ফুটবল ও সঠিক পরিকল্পনায় বাজিমাত করা ইন্টার মিলান দুই বছর আগের হতাশা ঝেড়ে ফেলে এবার চতুর্থবার ইউরোপ সেরা খেতাব জিততে বদ্ধপরিকর। পিএসজির মতো ইন্টার কিন্তু লিগ জিততে পারেনি। মরশুমের শেষ ম্য়াচ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষমেশ নাপোলির কাছে এক পয়েন্টে সিরি এ খেতাব খুইয়েছে মিলানের ক্লাবটি। সেই হতাশা কাটিয়ে খেতাব জিততে তৎপর লাউতারো মার্তিনেজ়রা।
ঘটনাক্রমে, এটাই প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের প্রথম সাক্ষাত। ম্যাচ শেষে জয়ের হাসি কোন দল হাসে, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।






















