UCL Final: ক্রুসের শেষ ম্যাচে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতবে রিয়াল না খেতাব জিতে রয়েসকে বিদায় জানাবে বরুসিয়া?
Real Madrid vs Borussia Dortmund: সাত বছর আগে দুই দলের শেষ সাক্ষাৎকারে কিন্তু জয়ের হাসি হেসেছিল লস ব্লাঙ্কোসই। ৩-২ হারিয়েছিল ডর্টমুন্ডকে।
লন্ডন: টনি ক্রুস (Toni Kroos), মার্কো রয়েস (Marco Reus)। দুই তারকা, দুই দলের দুই কিংবদন্তি। ইংল্যান্ডের মাঠে আজ নজরে থাকবেন এই দুই জার্মান ফুটবলারই। একদিকে নিজেদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ (UCL Final) জয়ের লক্ষ্যে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। অপরদিকে, ১১ বছর আগে যে স্টেডিয়ামে হতাশা হয়ে মাঠ ছেড়েছিলেন মার্কো রয়েসরা, সেই মাঠেই ফের একবার খেতাব জয়ের আশা নিয়ে নামবে বরুসিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund)। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।
এই ম্যাচই ক্লাব কেরিয়ারে টনি ক্রুসের শেষ ম্যাচ হতে চলেছে। আবার বরুসিয়া ডর্টমুন্ডের অধিনায়ক তথা সমর্থক রয়েস এ মরশুম শেষেই নিজের প্রিয় ক্লাবকে বিদায় জানাবেন। তাই স্বাভাবিকভাবেই এই দুই তারকার ওপরই আজকের ম্যাচে স্পটলাইট থাকবে। রয়েসের দল ডর্টমুন্ড এ মরশুমে বুন্দেশলিগায় খুব একটা আহামরি পারফর্ম করতে পারেনি। পঞ্চম স্থানে শেষ করেছেন তাঁরা। তবে ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগ সফরটা বেশ ভালই কেটেছে। সেমিফাইনালেও ফরাসি চ্যাম্পিয়ন প্যারসি সঁ-জরমেঁর বিরুদ্ধে ২-০ স্কোরলাইনে জয় পেয়ে ফাইনালে পৌঁছয় তাঁরা।
অপরদিকে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ঘরোয়া লিগেও দুরন্ত ফর্মে ছিল। লা লিগার মরশুম শেষে খেতাল কার্লো আনসেলোত্তির ছেলেদের হাতেই ওঠে। তবে রিয়াল মাদ্রিদ তারকাদের ফাইনাল ম্যাচের আগেই সাবধান করে দিয়েছেন আনসেলোত্তি। তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগ সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ তো বটেই, আবার সবথেকে বিপজ্জনকও। এই ম্যাচে ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি হারানোর চাপ তো থাকেই, তবে আমাদের এই ম্যাচটা উপভোগও করতে হবে। জয়ের জন্য অবশ্য ভাগ্যও খানিকটা সঙ্গ দেওয়া প্রয়োজন।'
ডর্টমুন্ড কোচ এডিন টেরজ়িক কিন্তু আবার রিয়াল মাদ্রিদকেই ফেভারিটের তকমা দিচ্ছেন। তবে খেতাবি লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী তিনি। তাঁকে বলতে শোনা যায়, 'ওরাই এই ম্যাচের জন্য ফেভারিট, তবে সেই নিয়ে আমরা চিন্তিত নই। আমরা তো অ্যাটলেটিকো বা পিএসজির বিরুদ্ধেও ফেভারিট ছিলাম না। তবে আমরা তো আর এখানে ওদের ট্রফি তুলতে দেখতে আসিনি। আমরা যদি সাহসের সঙ্গে লড়াই করতে পারি, তাহলে এই ম্যাচে আমাদের একটা সম্ভাবনা রয়েছে।'
সাত বছর আগে দুই দলের শেষ সাক্ষাৎকারে কিন্তু জয়ের হাসি হেসেছিল লস ব্লাঙ্কোসই। ৩-২ হারিয়েছিল ডর্টমুন্ডকে। এবারও কি সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে? আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। উত্তর মিলবে শীঘ্রই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: উরুগুয়ে ফুটবলের কিংবদন্তি, কোপা আমেরিকার ঠিক আগে অবসর ঘোষণা কাভানির