Edinson Cavani Retires: উরুগুয়ে ফুটবলের কিংবদন্তি, কোপা আমেরিকার ঠিক আগে অবসর ঘোষণা কাভানির
Uruguay Football Team: ২০১১ সালে দেশের জার্সিতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে (Uruguay)। সেই দলের সদস্য ছিলেন কাভানি।
মন্টেভিডিও: উরুগুয়ে ফুটবলের কিংবদন্তি তিনি। কাঁধ অবধি নেমে আসা সোনালি চুল, চোরা গতি, দূর পাল্লার শটে প্রতিপক্ষ রক্ষণকে চূর্ণ করে দেওয়া, এসবের জন্যই পরিচিত ছিলেন এদিনসন কাভানি (Edinson Cavani)। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাভানি। যিনি আর্জেন্তিনার ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে ক্লাব ফুটবলে খেলেছেন।
২০১১ সালে দেশের জার্সিতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে (Uruguay)। সেই দলের সদস্য ছিলেন কাভানি। উরুগুয়ের ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির রয়েছে কাভানির। ১৩৬ ম্য়াচ খেলেছেন তিনি। উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও। ৫৮টি গোল করেছেন জাতীয় দলের জার্সিতে। লুইস সুয়ারেজের পরেই। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল কাভানির। সেই ম্যাচ ২-২ ড্র হয়।
সোশ্যাল মিডিয়ায় কাভানি লিখেছেন, 'অবশ্যই অনেক মূল্যবান বছর কেটেছে। বলার, স্মরণ করার মতো হাজারটা জিনিস আছে। তবে আজ আমি কেরিয়ারের নতুন এই অধ্যায়কে উৎসর্গ করছি। আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মন সব সময় তোমাদের দিকেই থাকবে। ঠিক যেরকম থাকত যখন জার্সিটা গায়ে দিয়ে মাঠে নামতাম।'
View this post on Instagram
যদিও কাভানির সিদ্ধান্তে অনেকে হতবাক। কারণ, আর কদিন পরই শুরু হবে লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকা। কিন্তু তার ঠিক আগেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন কাভানি। আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। যেখানে উরুগুয়ের গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও পানামা।
যদিও এবারের কোপা আমেরিকার জন্য উরুগুয়ে দলে কাভানিকে রাখার সম্ভাবনা কম ছিল। তার আগেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন বোকা জুনিয়র্সের ফরওয়ার্ড। উরুগুয়ের ২০১১ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। একটা সময় সুয়ারেজ ও কাভানি জুটি বিশ্বের তাবড় ডিফেন্ডারদের ত্রাস ছিল। অবশেষে সেই জুটিরও পথ চলা শেষ হল।
আরও পড়ুন: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।