UEFA Champions League: ইউরোপের সেরা হওয়ার লড়াই,কাদের বিরুদ্ধে আপনার খেলবে প্রিয় দল?কোথায় দেখবেন চ্যাম্পিয়ন্স লিগ ড্র?
UCL 2025-26: ১৬ সেপ্টেম্বর থেকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলি শুরু হবে।

মোনাকো: আর কয়েকদিন পরেই শুরু হয়ে মতান্তরে বিশ্বের সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League 2025-26)। ৩৬ দলের এই টুর্নামেন্টের মূলপর্বের সবকয়টি দল নির্ধারিত হয়ে গিয়েছে। ৭১তম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অতীতে খেতাবজয়ী মোট ১৪টি দল অংশ নিচ্ছে, যার সবমিলিয়ে ৫০ বার এই খেতাব নিজেদের ঘরে তুলেছে। কারা কারা খেলবে তা নিশ্চিত। এবার সময় গ্রুপ নির্ধারণের। আজই হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ নির্ধারণ। সেইদিকেই তাকিয়ে আপামর ফুটবলপ্রেমীরা।
চ্যাম্পিয়ন্স লিগে প্রিয় দল কোন গ্রুপে কাদের বিরুদ্ধে খেলবে? কোথায়, কখন, কী ভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগ ড্র? এক নজরে দেখে নেওয়া যাক
কোথায়, কবে হবে চ্যাম্পিয়ন্স লিগ ড্র?
আজ, ২৮ অগাস্ট, বৃহস্পতিবার, মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগ ড্র আয়োজিত হবে।
কখন শুরু চ্যাম্পিয়ন্স লিগ ড্র?
ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.৩০টা নাগাদ চ্যাম্পিয়ন্স লিগ ড্র শুরু হবে।
কীভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগ ড্র?
টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কের একাধিক চ্যানেলে চ্যাম্পিয়ন্স লিগেক ড্র দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগ ড্র?
UEFA-র অফিসিয়াল ওয়েবসাইট UEFA.com-এ চ্যাম্পিয়ন্স লিগ ড্র দেখা যাবে। এছাড়া সোনি লিভ অ্যাপেও এই চ্যাম্পিয়ন্স লিগের ড্র লাইভ দেখা যাবে।
গত বারের থেকেই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্য়াট চালু হয়েছিল। সেখানে একদিকে যেমন দলের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, তেমনই প্রাথমিক চার দলের গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা আয়োজনের বিষয়টিও বদলে ফেলা হয়। বদলে ৩৬টি দলের একসঙ্গে একটি গ্রুপ পর্বের পয়েন্ট তালিকা তৈরি হয় এবং সেই তালিকার প্রথম আট দল সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। লিগে নয় থেকে ২৪ নম্বর স্থানে থাকা ১৬টি দল নিজেদের মধ্যে ম্যাচ খেলে আটটি দল বিজয়ী হিসাবে রাউন্ড অফ ১৬-তে পৌঁছয়।
গ্রুপ পর্বে প্রতিটি দলই মোট আটটি (চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্য়াচ খেলে)। ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা রয়েছে এবং প্রতিটি পট থেকে দুইটি করে দল নির্বাচিত হয়ে এই আটটি প্রতিপক্ষ নির্ধারিত হয়। দলগুলি বিগত পাঁচ বছরে উয়েফা প্রতিযোগিতায় কেমন পারফর্ম করেছে, তার ওপর নির্ধারিত হয় তাদের ব়্যাঙ্কিং এবং সেই অনুযায়ীই তারা এক একটি পটে জায়গা পায়।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলি ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। পরের বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই গ্রুপ পর্ব।






















