আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
UEFA Nations League: নেদারল্যান্ডসের কাছে আটকে গেল জার্মানি, ম্যাচের শেষে তুমুল হাতাহাতি
Germany vs Netherlands: নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র হল জার্মানির (Germany vs Netherlands) ম্যাচ। তবে সেই ম্যাচ বিতর্কমুক্ত ছিল না।
ফ্র্যাঙ্কফুর্ট: উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) আটকে গেল জার্মানি। নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র হল জার্মানির (Germany vs Netherlands) ম্যাচ। তবে সেই ম্যাচ বিতর্কমুক্ত ছিল না। জার্মানি শিবিরের অভিযোগ, ম্যাচের একেবারে শেষ লগ্নে তারা একটি আক্রমণ করার সময় রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। যে আক্রমণ থেকে গোল হতেই পারত।
এমনিতে নিয়ম হচ্ছে, নির্ধারিত সময় শেষ হওয়ার ক্ষণে যদি দেখা যায় যে, কোনও দল বিপক্ষ গোলমুখে আক্রমণ তুলে এনেছে যা থেকে গোল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেই আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া হয়। যেটা ম্যাচে হয়নি বলে অভিযোগে ফেটে পড়েন জার্মানির কোচ ও ফুটবলাররা।
উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ৫-০ গোলে হাঙ্গেরিকে হারিয়েছিল জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে আটকে গেল হুলিয়ান নাগেলসম্যানের দল। ম্যাচের পর হাতাহাতিতে জড়ান দুই দলের ফুটবলাররা। যার জেরে জার্মানির চার ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়। নেদারল্যান্ডসের কাউকে অবশ্য কার্ড দেখানো হয়নি।
ম্যাচের পর জার্মানির কোচ নাগেলসম্যান বলেন, 'শেষ মুহূর্তে আমাদের দারুণ একটা সুযোগ নষ্ট করা হল। আমি এর কিছুই বুঝলাম না। আমি ক্যামেরার সামনে রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। তবে আমার মনে হয়েছে অনেক সিদ্ধান্তই আমাদের বিরুদ্ধে গিয়েছে।'
Thank you for the fantastic support this evening! 👏#DFB #GermanFootball #GermanMNT #NEDGER
— German Football (@DFB_Team_EN) September 10, 2024
📸 DFB/ Philipp Reinhard pic.twitter.com/8eopDxlI5E
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় রোনাল্ড কোম্যানসের প্রশিক্ষণাধীন দল। রায়ান গ্র্যাভেনবার্খের পাশ ধরে গোল করে তিয়ানি রেনডার্স এগিয়ে দেন নেদারল্যান্ডসকে। ম্যাচের বয়স তখন মাত্র ২ মিনিট। ৩৮ মিনিটে সমতা ফেরান ডেনিজ উনদাভ। বিরতির ঠিক আগে গোল করে এগিয়ে যায় জার্মানি। পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। গোল করেন জোশুয়া কিমিচ। বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল জার্মানি।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান ডামফ্রিস। গোটা ম্যাচে আর কোনও গোল হয়নি।
আরও পড়ুন: কাঠগড়ায় বিতর্কিত পেনাল্টি! শেষ হাসি কলম্বিয়ার, পাঁচ বছরে তৃতীয় পরাজয় আর্জেন্তিনার
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement