Copa America: কানাডাকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থানাধিকারী উরুগুয়ে
Copa America 2024: খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখান থেকে ম্য়াচ জিতে যায় লুইস সুয়ারেজের দল। অথচ একটা সময় কিন্তু এই উরুগুয়েই পিছিয়ে ছিল ২-১ গোলে।
নর্থ ক্যারোলিনা: কোপা আমেরিকার (Copa America 2024) তৃতীয় স্থান অর্জন করল উরুগুয়ে। কানাডার বিরুদ্ধে ৩-১ গোলে হারিয়ে ম্য়াচ ঝুলিতে পুরে নিল উরুগুয়ে। সেমিতে কলম্বিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল উরুগুয়েকে। নির্ধারিত সময়ে খেলা ২-২ এ শেষ হয়েছি। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখান থেকে ম্য়াচ জিতে যায় লুইস সুয়ারেজের দল। অথচ একটা সময় কিন্তু এই উরুগুয়েই পিছিয়ে ছিল ২-১ গোলে। চূড়ান্ত সময়ের আগে হঠাৎ করেই গোল করে ম্য়াচ জমিয়ে দেন সুয়ারেজ।
এবারের কোপা আমেরিকা জয়ের অন্য়তম দাবিদার ছিল উরুগুয়ে। কিন্তু কলম্বিয়ার কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়। কানাডার বিরুদ্ধে ম্য়াচে মার্সেলো বিয়েলসার দল প্রথম আট মিনিটেই এগিয়ে যায় প্রথমে। দলের হয়ে গোল করেন বেন্টাঙ্কুর। তবে বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ২২ মিনিটের মাথায় গোলশোধ করে দেন কানাডার ইসমায়েল কোনে। এরপর গোটা প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে একটু আক্রমণে ঝাঁঝ আনে। কিন্তু আচমকাই ৮০ মিনিটের মাথায় গোল করে কানাডাকে এগিয়ে দেন জোনাথান ডেভিড। ৯২ মিনিটে উরুগুয়ের হয়ে গোলশোধ করেন বহু যুদ্ধের নায়ক সুয়ারেজ।
খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের হয়ে গোল করেন ভালভের্দে, বেন্টাঙ্কুর, আরাসকেটা ও সুয়ারেজ। কিন্তু কানাডার হয়ে একমাত্র গোল করতে ব্যর্থ হন আলফোন্সো ডেভিস।
View this post on Instagram
কোপায় অতিরিক্ত ৩০ মিনিটের খেলা থাকে না। ফলে ৯০ মিনিটের পর শুরু হয় টাইব্রেকার। ওখানেই বাজিমাত করল উরুগুয়ে। এদিকে সোমবার ভারতীয় সময় ভোরবেলা কোপার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা ও কলম্বিয়া। আর্জেন্তিনা বিশ্বের এক নম্বর দল। যদিও কলম্বিয়া উড়িয়ে দেওয়ার মতো নয়। দুই দেশ এখনও পর্যন্ত ৪৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তাতে ২৬ ম্যাচে জিতেছে আর্জেন্তিনা। কলম্বিয়া জিতেছে ৯ ম্যাচে। ৮টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। ২০২১ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। তাতে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ শেষ হয়েছিল। পরে টাইব্রেকারে কলম্বিয়াকে হারায় আর্জেন্তিনা। সেই জয়ের নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ়। ফাইনালে ব্রাজ়িলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। অন্যদিকে কলম্বিয়া শেষ কোপা আমেরিকা জিতেছে ২০০১ সালে।