Lionem Messi: অনুষ্কাকে নিয়ে মুম্বইয়ে পা রাখলেন বিরাট, ওয়াংখেড়েতে দেখা হবে মেসির সঙ্গে?
Lionel Messi And Virat Kohli: যদিও চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই কলকাতা ছাড়তে হয় তারকা আর্জেন্তাইন ফুটবলারকে। এরপর হায়দরাবাদ সফরে গিয়েছেন তিনি।

মুম্বই: একফ্রেমে মেসি-বিরাট? এখনও সরকারিভাবে তেমন কিছু বার্তা দেওয়া হয়নি। কিন্তু সম্ভাবনা কিন্তু তেমনই দেখা যাচ্ছে। শনিবার কলকাতায় পা রেখছিলেন মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। যদিও চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই কলকাতা ছাড়তে হয় তারকা আর্জেন্তাইন ফুটবলারকে। এরপর হায়দরাবাদ সফরে গিয়েছেন তিনি। আগামীকাল রবিবার ১৪ ডিসেম্বর মুম্বইয়ে মেসির থাকার কথা। আর তার আগে লন্ডন থেকে তড়িঘড়ি স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মুম্বইয়ে এসে পৌঁছেন বিরাট কোহলি। যে ছবি ভাইরাল হতেই সমর্থকরা দুইয়ে দুইয়ে চার করছেন।
Virat Kohli and Anushka Sharma snapped at the airport😍 pic.twitter.com/nXwzB5iGrR
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) December 13, 2025
কালিনা বিমানবন্দরে অনুষ্কাকে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় এদিন বিরাট কোহলিকে। রবিবার বিকেল পাঁচটার সময়ে মেসির ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাওয়ার কথা। সেখানেই গোট কনসার্টে থাকবেন ফুটবলের যুবরাজ। সেখানে সচিন তেন্ডুলকরেরও থাকার কথা। বিরাট কোহলি যদি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তাহলে মেসি ও বিরাটের সাক্ষাতের ছবি দুর্লভ হয়ে উঠবে ক্রীড়াপ্ররেমীদের জন্য।
যুবভারতী স্টেডিয়ামে ক্ষুব্ধ সমর্থকরা
প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটল ভক্তদের। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। মাঠের ভিতর পড়ে রয়েছে অসংখ্য জলের বোতল। মাঠ থেকে বেরিয়ে আসার সময় অনেকে নানা অভিযোগ তুললেন।
কেউ বলছেন, "এরকম ব্যক্তিত্ব আনলে কীভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয় তার ন্যূনতম শিক্ষা থাকা দরকার। সেটা আগে গ্রাফ করতে হয় কী কী করণীয়, কী কী করণীয় নয়। সেই শিক্ষায় আমরা অশিক্ষিত। আমাদের প্রশাসন অশিক্ষিত। যারা অর্গানাইজ করেছে তারা অশিক্ষিত। কী করা যাবে ? যা হয়, তারই নেট ফল।" আবার কেউ বলছেন, "সম্পূর্ণ Scam। একটা ফুটবলে পা দিলেন না। স্ক্যাম নয়তো কী এটা ?"
আবার কারো বক্তব্য, "কোনওভাবেই দেখা যায়নি। এতগুলো টাকার টিকিট কেটে কোনওভাবেই দেখা যায়নি। প্রশাসন আনঅর্গানাইজড।" কেউ বলছেন, "একশোর বেশি লোক ঘিরে রেখেছেন একজন প্লেয়ারকে। এটা কি কোনও অর্গানাইজেশন হল ? রাজনীতিকরা সেল্ফি তুলছেন ওখানে। মেসিকে আনার মানে কী ? এটা তো নির্লজ্জতা ।"
অভিযোগ ৫ : "যারা ফুটবলের ফ-ও জানেন না, তাঁরা ওখানে গিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। এতগুলো টাকা দিয়ে আমরা একঝলক দেখতে পেয়েছি। ১৫ মিনিট ছিলেন।"






















