Messi Chaos: বিধ্বস্ত স্টেডিয়াম পরিদর্শনে তদন্ত কমিটি, মাঠে হাজির রাজ্যপালও, কী বললেন আনন্দ বোস?
Lionel Messi In Kolkata: গোটা ঘটনাকে সিস্টেমের ব্যর্থতা বলে উল্লেখ করেন সিভি আনন্দ বোস।

কলকাতা: যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনার তদন্ত কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। তদন্ত কমিটির সঙ্গে স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্যপালও। গোটা ঘটনাকে সিস্টেমের ব্যর্থতা বলে উল্লেখ করেন সিভি আনন্দ বোস।
ভারতীয় ফুটবলের 'মক্কা' বলা হয় কলকাতাকে। সেখানে আরও একটা ইতিহাস রচনা হতে পারত শনিবার। কিন্তু তা বদলে গেল একটা লজ্জার দিনে! কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুবভারতী ক্রীড়াঙ্গন!
মেসিকে দেখতে না পাওয়ার অভিযোগ। চেয়ার ছুড়ে বিক্ষোভ। ছিঁড়ে ফেলা হল গোলপোস্টের নেট। যুবভারতীতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। গ্যালারি-মাঠে ভাঙচুর দর্শকদের। কৃত্রিম ঘাসের টার্ফ থেকে ডাগ আউট পর্যন্ত ভাঙচুর করা হয়েছে।
ফুটবল তারকা লিও মেসিকে দেখতে যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন, তাঁরা স্বপ্নের তারকাকে এক ঝলকও দেখতে পেলেন না। তখনই ঘটে ক্ষোভের বিস্ফোরণ!! শুরু হয় ভাঙচুর।
অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও যাননি মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।' পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার।
রবিবার সকালে তাঁরা পৌঁছে যান যুবভারতীতে। পরিস্থিতি খতিয়ে দেখে করা হয় ভিডিওগ্রাফি। সঙ্গে ছিলেন বিধান নগরের পুলিশ কমিশনার। কমিটির প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় বলেন, 'টাকা ফেরতের বিষয়টা দেখছি। পুলিশের কাছ থেকেও রিপোর্ট চাইছি।'
এদিকে, মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটি নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, 'মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে তদন্ত কমিটি নয়। সিটিং জাজকে রেখে, কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। অবিলম্বে সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেফতার করা উচিত।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বলেছেন, 'রবিবার প্রায় ৫ ঘণ্টা স্টেডিয়ামে ছিলেন রাজ্য সরকারের তদন্ত কমিটির সদস্যরা।' এরই মধ্যে সেখানে পৌঁছে যান রাজ্যপাল। এমনকী তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে তিনি স্টেডিয়াম পরিদর্শনও করেন। স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন তদন্ত কমিটির সঙ্গে।
পরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, 'সিস্টেমের ব্যর্থতার কারণে এখানে যা করা হয়েছে, তা বর্ণনা করা যায় না। আমি আজ আনঅফিসিয়ালি তদন্ত কমিটির সঙ্গে দেখা করলাম। আমি রিপোর্ট দেব অথরিটিকে। মানুষের টাকা ফেরত দিতে হবে।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'গভর্নর সাহেবের উচিত আরও কড়া ব্যবস্থা নেওয়া। ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন-সহ যে সমস্ত বডিগুলো রয়েছে গভর্নমেন্ট রেকগনাইজড বডি, তাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা উচিত। কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশনগুলো গেলে সাংবিধানিক প্রধানের দিক থেকে অনেক বেশি অর্থবহ হবে।'
এখন দেখার রাজ্য সরকারের তদন্ত কমিটির রিপোর্টে কী উঠে আসে। আর রাজ্যপাল তাঁর রিপোর্টে কী তুলে ধরেন।






















