আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Anwar Ali: নির্বাসনের শাস্তিতে স্থগিতাদেশ আদালতের, শনিবারই কি ইস্টবেঙ্গল খেলাবে আনোয়ার আলিকে?
East Bengal vs Bengaluru FC: চুক্তি নিয়ে নিয়ম ভাঙার ফলে আনোয়ার আলিকে নির্বাসিত করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আনোয়ার।
কলকাতা: আনোয়ার আলি (Anwar Ali) কি আইএসএলে শনিবার ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলবেন?
তুঙ্গে জল্পনা। চুক্তি নিয়ে নিয়ম ভাঙার ফলে আনোয়ার আলিকে নির্বাসিত করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আনোয়ার। শুক্রবার দিল্লি হাই কোর্টে আনোয়ারের নির্বাসনের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে। তারপর থেকেই জল্পনা, শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে কি আনোয়ারকে মাঠে নামাবে ইস্টবেঙ্গল?
সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার্স স্টেটাস কমিটি আনোয়ারকে নির্বাসিত করেছিল। শুক্রবার শুনানিতে সেই সিদ্ধান্তের ওপরই স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আইনিভাবে মাঠে নামতে বাধা নেই আনোয়ারের। পাশাপাশি দিল্লি হাইকোর্ট সর্বভারতীয় ফুটবল সংস্থাকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও বলেছে।
তবে বিতর্কিত ডিফেন্ডারকে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলানোর পথে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত হাঁটবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আনোয়ার অবশ্য দলের সঙ্গেই রয়েছেন। প্র্যাক্টিসও করছেন। আদালতের শুনানির পর ইস্টবেঙ্গলের হেড কোচ কুয়াদ্রাত চাইলে আনোয়ারকে শনিবারের ম্যাচে খেলাতেই পারেন বলে মনে করা হচ্ছে।
শুক্রবার শুনানিতে আদালতের কয়েকটি প্রশ্নে বিপাকে পড়ে সর্বভারতীয় ফুটবল সংস্থা। AIFF-এর আইনি দল স্বীকার করে নেয় যে, আনোয়ার আলির বিরুদ্ধে লিখিতভাবে কোনও অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। যা শুনে আদালত বিস্ময় প্রকাশ করেছে। জানিয়েছে, কীভাবে কোনও লিখিত তথ্যপ্রমাণাদি বা অভিযোগ ছাড়া সর্বভারতীয় ফুটবল সংস্থা এত বড় সিদ্ধান্ত নিল।
India defender Anwar Ali, East Bengal, and Delhi FC have moved the Delhi High Court, seeking a stay on AIFF's 4-month suspension for "illegally terminating" his contract with Mohun Bagan. Delhi FC's Ranjit Bajaj emphasized the importance of not losing game time: "You can get…
— football news india (@fni) September 12, 2024
দিল্লি এফ সি ফুটবল দলের মালিক রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj) এক্স হ্যান্ডলে জানিয়েছেন, আদালত আনোয়ার আলির নির্বাসনের শাস্তির বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে। তবে ইস্টবেঙ্গলের তরফে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন: ঘরের মাঠে তুরুপের তাস, বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে স্ত্রীর উপহার পেলেন অশ্বিন
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement