Ronaldo on Instagram: ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ছাড়াল ৩০০ মিলিয়ন
Cristiano Ronaldo: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যার বিচারে নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
নয়াদিল্লি: সম্প্রতি ইউরো কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। এবার সোশ্যাল মিডিয়াতেও নতুন রেকর্ড গড়লেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেল ৩০০ মিলিয়ন। প্রথম ব্যক্তি হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।
এর আগে প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়েছিলেন রোনাল্ডো। এবার নতুন নজির গড়লেন তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো অত্যন্ত জনপ্রিয়। খেলার মাঠে তিনি যেমন একের পর রেকর্ড গড়েছেন এবং আগের রেকর্ড ভেঙে দিয়েছেন, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তিনি একের পর এক নজির গড়েছেন।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলা শুরু করার পর থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন রোনাল্ডো। এরপর তিনি যান রিয়াল মাদ্রিদে। সেখানে তিনি সাফল্য ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। রিয়াল ছেড়ে ইতালির ক্লাব জুভেন্তাসে গিয়েও ‘সিআর ৭’-এর ক্যারিশমা অটুট।
ক্লাব দলগুলির পাশাপাশি জাতীয় দলের হয়েও সাফল্য পেয়েছেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত তিনি ১০৬টি গোল করেছেন। এবারের ইউরো কাপের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে তিনি জোড়া গোল করেছেন। এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন তিনি। এবার নিয়ে পঞ্চমবার ইউরো কাপে খেলছেন তিনি, যা সর্বকালীন রেকর্ড।
ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার বিচারে এখন দ্বিতীয় স্থানে ডবলুডবলুই তারকা ডোয়েন ‘দ্য রক’ জনসন। তিনি অবশ্য রোনাল্ডোর চেয়ে অনেকটা পিছিয়ে। তাঁর ফলোয়ার সংখ্যা ২৪৬ মিলিয়ন। গত বছরের একটি রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রাম থেকে আয়ের বিচারেও সবার চেয়ে এগিয়ে রোনান্ডো। ২০১৯-এর মার্চ থেকে ২০২০-র মার্চ পর্যন্ত তিনি ইনস্টাগ্রামে স্পনসরড পোস্ট থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন। তাঁর উপার্জিত অর্থের পরিমাণ ৫০.৩ মিলিয়ন মার্কিন ডলার। জুভেন্তাস থেকে বেতন হিসেবে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পান রোনাল্ডো। ইনস্টাগ্রাম থেকে তিনি এর অনেক বেশি অর্থ উপার্জন করেন। ইন্টারনেট-তারকা কাইলি জেনারের চেয়েও বেশি অর্থ উপার্জন করেন রোনাল্ডো।