Tangra News: আইনি সহায়তা নিতে চান না, শিয়ালদা আদালতে নিজেই জানালেন প্রসূন দে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোনও রকম আইনি সহায়তা নিতে চান না ট্যাংরাকাণ্ডে গ্রেফতার হওয়া প্রসূন দে। শিয়ালদা আদালতে নিজেই জানালেন বিচারককে। আগামীকাল পর্যন্ত প্রসূনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, ঘটনার পুনর্নির্মাণের জন্য আজ প্রসূনকে নিয়ে যাওয়া হতে পারে ট্যাংরার অটল শূর রোডে বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বউদি, স্ত্রী এবং মেয়েকে তিনিই খুন করেছেন বলে স্বীকার করেছেন প্রসূন। তাঁর দাদা প্রণয় দে এবং ভাইপো এখনও NRS হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য
আজ বিকেল ৪টেয় ফুরোচ্ছে ছাত্রদের দেওয়া ডেডলাইন তাই আগেই হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত
ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে অশান্তির পর কেটে গেছে চারটে দিন। ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ, বিশ্ববিদ্যালয়ে আসছেন না। এই আবহেই উপাচার্যকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের সঙ্গে কথা না বললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সাতসকালে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে দুষ্কৃতীদের গুলিতে । খুন সোনা পাচারকারী। সকাল সাড়ে ৬টা নাগাদ স্বরূপনগরের দত্তপাড়া মোড় দিয়ে বাইকে চড়ে বাজারের দিকে যাচ্ছিল বছর বত্রিশের ইসারুল গাজি। ৪-৫ জন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে
গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ইসারুল লুটিয়ে পড়ায়, তার জ্যাকেট। খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, সোনা পাচারে যুক্ত
ছিল ইসারুল। জ্যাকেটের পকেটে পাচারের কোনও জিনিস থাকতে পারে পুলিশের অনুমান।


















