Shoaib Akhtar : 'রোহিত একজন নিঃস্বার্থ অধিনায়ক, উনি টি২০ বিশ্বকাপ জেতার যোগ্য', হিটম্যানের উচ্ছ্বসিত প্রশংসা শোয়েবের
T20 World Cup 2024 : ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে ২০০৭ ও ২০১৪ সালের পর এবার তৃতীয়বার ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া।
নয়াদিল্লি : রোহিত শর্মার হাতে টি২০ বিশ্বকাপ দেখতে চান পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত ক্রিকেটের এই অন্যতম মেগা ইভেন্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারত। গায়ানায় সেমিফাইনালে মেন ইন ব্লু জস বাটলারের ইংল্যান্ডকে ৬৮ রানে পরাস্ত করেছে। আর তার সঙ্গে সঙ্গে ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে ২০০৭ ও ২০১৪ সালের পর এবার তৃতীয়বার ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। Shoaib Akhtar praises Rohit Sharma
এই পরিস্থিতিতে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও গতবছর একদিনের বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়েছেন, কিন্তু এবার টি২০ বিশ্বকাপ জেতার যোগ্য রোহিত। এমনই বলছেন আখতার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতার খিদে রয়েছে রোহিতের। তাঁর এই মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, "আমি সবসময় চেয়েছি ভারত এই টুর্নামেন্টটা জিতুক। গতবার ভারত যখন বিশ্বকাপ জিততে পারেনি, আমি খুব আঘাত পেয়েছিলাম। কারণ, ওদের হারার ছিল না। কারণ, ওরা জেতার যোগ্য ছিল।"
তাঁর সংযোজন, "রোহিত শর্মা বারবার বলে গেছেন যে তিনি একটা ছাপ রাখতে চান। ট্রফি জিততে চান। তাই, এই কাপটা উনি জেতার যোগ্য। রোহিত বড় প্লেয়ার। তাই সেটা বড় কিছু দিয়েই শেষ হওয়া উচিত। রোহিত একজন স্বার্থহীন অধিনায়ক, দলের জন্য খেলেন এবং একজন সম্পূর্ণ ব্যাটার।"
তবে, সফল অধিনায়ক হওয়ার পাশাপাশি, রোহিত এই টুর্নামেন্টে নিজের ব্যাটিং দক্ষতাও আরও একবার মেলে ধরেছেন। ৭ ম্যাচে তাঁর সংগ্রহে ২৪৮ রান। গড় ৪১.৩৩। স্ট্রাইক রেট ১৫৫.৯৭। এর মধ্যে তিনটি অর্ধ শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ৯২ রান রয়েছে তাঁর ঝুলিতে।
১০ বছরের খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে উড়িয়ে দিয়েছে। টিম ইন্ডিয়ার এই জয় নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। তাঁদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ১৭১ রান তোলে টিম ইন্ডিয়া। ভারত তখন ৫.২ ওভারে ২ উইকেট খুইয়ে কিছুটা চাপে। এরপর হাল ধরে রোহিত-সূর্যর জুটি। ৭৩ রানের অসাধারণ জুটি ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। ৩৯ বলে ৫৭ রান করেন ভারত অধিনায়ক রোহিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।