French Open 2023: গ্যালারির টিটকিরিতে বিরক্ত জোকার, ম্যাচ জিতে উঠেই বোমা ফাটালেন কিংবদন্তি
Novak Djokovic: ফরাসি জনতা সম্মান করতে জানে না বলে তোপ দেগেছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
প্যারিস: বিতর্ক যেন নোভাক জকোভিচের (Novak Djokovic) পিছু ছাড়ছে না। ফরাসি ওপেনে (French Open) তরতরিয়ে ছুটছে তাঁর জয়রথ। তার মাঝেই একবার রাজনৈতিক বার্তা দিয়ে বিবৃতি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সার্বিয়ান তারকা। এবার তিনি অভিযোগ করলেন, রোলঁ গ্যারোজের গ্যালারি থেকে তাঁকে বিদ্রুপ করা হয়েছে। ফরাসি জনতা সম্মান করতে জানে না বলে তোপ দেগেছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
শুক্রবার রাতে সাংবাদিক সম্মেলনে জকোভিচ বলেছেন, 'বেশিরভাগ মানুষ আসেন টেনিস উপভোগ করতে। কোনও একজন খেলোয়াড়কে সমর্থন করতে। কিন্তু তারাও তো মানুষ। এমন অনেকে আসেন, হয়তো দল বেঁধে আসেন, যাঁদের লক্ষ্যই হল কোর্টে যাই করি না কেন বিদ্রুপ করা। এটা ভীষণই অসম্মানজনক। আমি এর অর্থ বুঝি না।' যদিও খানিকটা হতাশার সুরেই জোকার বলেছেন, 'এটা হয়তো ওঁদের অধিকার। ওঁরা টিকিট কেটে আসছেন। যা খুশি করতে পারেন।'
রোলঁ গ্যারোজে নোভাক জকোভিচকে (Novak Djokovic) সবচেয়ে বেশ বেগ দিয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বেশিরভাগ ম্যাচ জিতেছেন ক্লে কোর্টের সম্রাট রাফাই। সেই নাদাল চোটের জন্য নেই। অনেকে মনে করেছিলেন, এবারের ফরাসি ওপেন কেকওয়াক হয়ে দাঁড়াবে জোকারের কাছে।
কে জানত যে, পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে নাদালের দেশের এক তরুণই কালঘাম ছুটিয়ে দেবেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিকের। স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনা-কে স্ট্রেট সেটে হারিয়েছেন জকোভিচ। কিন্তু তার মধ্যে দুটি সেট গড়ায় টাইব্রেকারে। দুটি সেট চলে প্রায় দু ঘণ্টা। গোটা ম্যাচে ৬টি ডাবল ফল্ট করেন জোকার। সেকেন্ড সার্ভেও ৪০ পয়েন্টের মধ্যে মাত্র ১৬টি জেতেন জকোভিচ। ফোকিনা যেখানে ৩৪টি উইনার মারেন, জকোভিচ মারেন ২৭টি।
তবু দিনের শেষে শেষ হাসি জকোভিচের। অভিজ্ঞতাকে সম্বল করে অনভিজ্ঞ প্রতিপক্ষকে হারালেন জকোভিচ। বিশ্বের তিন নম্বর জকোভিচ জিতলেন ৭-৬ (৪), ৭-৬ (৫) ও ৬-২ সেটে।
ফরাসি ওপেনের প্রথম তিন রাউন্ডেই বেশ কষ্টার্জিতভাবে জিততে হল জকোভিচকে। তাঁর ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। শুক্রবার দ্বিতীয় সেটের পর চিকিৎসার জন্য একটা মেডিক্যাল টাইম আউটও নিতে হয় জকোভিচকে। ২০২১ সালের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন বিশ্বের ৩৪ নম্বর ফোকিনা। প্রথম দুই সেট যথেষ্ট লড়াই করেন। কিন্তু মরণকামড় দিতে পারেননি। প্রথম দুই সেট চলে ২ ঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু অভিজ্ঞতার জোরে শেষ হাসি হাসেন জোকারই।