French Open 2023: ম্যাচ জিতেও ফরাসি ওপেনের মঞ্চে নতুন বিতর্ক উস্কে দিলেন জকোভিচ
Novak Djokovic Contro: কসোভা একটা সময় সার্বিয়ার অংশই ছিল। কিন্তু ২০১৮ সালে সার্বিয়ার থেকে আলাদা হয়ে যায় কসোভা। যা রিপাবলিক অফ কসোভা নামে পরিচিতি পায়।
প্যারিস: ফরাসি ওপেনে দুর্দান্ত শুরু করেছেন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে আলেকজান্ডার কোভাসেভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। কিন্তু এরই মধ্য়ে নতুন বিতর্কের জন্মও দিয়েছেন সার্বিয়ান তারকা। ম্যাচে জয়ের পর ক্যামেরার লেন্সে জোকার লেখেন, ''কসোভো হল সার্বিয়ার হৃদয়। হিংসা বন্ধ হোক''। এর এই লেখা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকে এরমধ্যে রাজনীতির গন্ধও খুঁজছেন। কিন্তু কেন?
আসলে কসোভা একটা সময় সার্বিয়ার অংশই ছিল। কিন্তু ২০১৮ সালে সার্বিয়ার থেকে আলাদা হয়ে যায় কসোভা। যা রিপাবলিক অফ কসোভা নামে পরিচিতি পায়। রাষ্ট্রপুঞ্জের ১০১টি সদস্য দেশ কসোভোকে এখনও সার্বিয়ার অংশ বলেই মনে করে। সার্বিয়াও কসোভোর পৃথক অস্তিত্বকে মানতে নারাজ। রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে। রয়েছে এই দেশটি। সেই দেশের মানুষের লড়াই চলছে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের দাবিতে। এই পরিস্থিতিতে ২২ গ্র্যান্ডস্লামজয়ী টেনিস তারকার এমন বার্তা আলোড়ন ফেলে দিয়েছে। কসোভা টেনিস ফেডারেশনও এই বিষয়ে জকোভিচকে কাঠগড়ায় তুলেছেন। তবে জোকার নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন, ''আমি রাজনীতিবিদ নই। রাজনৈতিক বিতর্ক তৈরি করার কোনও আগ্রহ নেই আমার। জানি বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি শুধু মনের কথা বলেছি। কারণ যা ঘটেছে, সেটা আমাকে দুঃখ দিয়েছে। কসোভো আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসোভো আমাদের দুর্গ। কসোভো নিয়ে ক্যামেরার লেন্সে আমার লেখার পিছনে অনেক কারণ রয়েছে।''
উল্লেখ্য, কসোভা টেনিস ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''জকোভিচের মত একজন ব্যক্তিত্বর থেকে ফরাসি ওপেনের মত মঞ্চে এমন বার্তা সত্যিই দুটো দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও উস্কে দেয়। এর ফলে উত্তেজনা সৃষ্টি হয় আরও। টেনিস ফেডারেশন অফ কসোভা এই ধরণের কাজকে ও ক্রীড়াব্যক্তিত্বদের তাঁদের খেলাধূলোর মঞ্চকে এভাবে রাজনৈতিক ইস্যু নিয়ে ব্য়বহার করার কাজকে কখনোই সম্মতি দেয় না।''
২২ টি গ্র্যান্ডস্লাম ঝুলিতে পুরে এই মুহূর্তে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে শীর্ষে রয়েছেন নাদালের সঙ্গে যুগ্মভাবে। ফরাসি ওপেনে নাদাল না খেলায় অন্যতম ফেভারিট হিসেবেই কোর্টে নেমেছেন এই সার্বিয়ান তারকা।
টেনিস কোর্টে অপ্রতিরোধ্য হলেও বারবার কোর্টের বাইরে বিতর্কে জড়িয়েছেন নোভাক জকোভিচ। কোভিড টিকা না নেওয়ার জন্য গত বছর মেলবোর্নে এসেও ফিরে যেতে হয়েছিল তাঁকে। অস্ট্রেলিয়ান ওপেনে নামতে দেওয়া হয়নি সার্বিয়ান টেনিস তারকাকে।