বাংলাদেশি ক্রিকেটাররা ইংরাজি না জানায় জ্ঞাপনে বাধা, দলের পারফরম্যান্স তলানিতে, ‘হতাশ’ গিবস
৯ ম্যাচে মাত্র ১টা জয়। বাকি ৮টা ম্যাচেই হার।
![বাংলাদেশি ক্রিকেটাররা ইংরাজি না জানায় জ্ঞাপনে বাধা, দলের পারফরম্যান্স তলানিতে, ‘হতাশ’ গিবস Frustrating that local Bangladeshi players don't know English, they just nod: Gibbs বাংলাদেশি ক্রিকেটাররা ইংরাজি না জানায় জ্ঞাপনে বাধা, দলের পারফরম্যান্স তলানিতে, ‘হতাশ’ গিবস](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/03203956/Gibbs.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঢাকা: ৯ ম্যাচে মাত্র ১টা জয়। বাকি ৮টা ম্যাচেই হার। যা পারফর্ম্যান্স, তাতে হয়ত এবারের মরশুমে সবার শেষে থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিযান শেষ করতে হবে সিলেট থান্ডারকে। দলের এই পারফর্ম্যান্সের জন্য স্বাভাবিক ভাবেই হতাশ কোচ হার্সেল গিবস। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলের এমন হতশ্রী পারফর্ম্যান্সের জন্য জ্ঞাপনগত প্রতিবন্ধকতাকেও দায়ী করছেন গিবস। তাঁর বক্তব্য, অধিকাংশ ক্রিকেটার ইংরাজি না জানার কারণে সঠিক জ্ঞাপন স্থাপন করা যায়নি। ক্রিকেটাররা কোচের কথা শুনতেন ঠিকই তবে তা আত্মস্থ করতে পারতেন না। যার প্রভাব পড়েছে খেলাতেও।
উদাহরণ দিয়ে রুবেল মিয়াঁর সঙ্গে ঘটা একটি অভিজ্ঞতার কথা বলেন গিবস। ওপেনিং করতে নেমে একটি ম্যাচে ২৮ বলে ১৪ রানে ব্যাট করেছিলেন রুবেল। টাইম আউটের সময় মাঠে গিয়ে রুবেলকে গিয়ে গিবস বলেছিলেন কী হচ্ছে? জবাবে রুবেল মাথা নাড়িয়েছিলেন। গিবস বলেন, “এতে ওর (রুবেল) কোনও দোষ নেই। তবে এটা বাস্তব”।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)