Ganesh Chaturthi 2022: গণেশ আরাধনায় সচিন, নিজেই করলেন আরতি, দেখুন ভিডিও
Sachin Tendulkar: মুম্বইয়ে নিজের বাড়িতে গণেশ আরাধনার আয়োজন করেছিলেন সচিনও। তিনি নিজেই পুরোহিতের তত্ত্বাবধানে সারলেন পুজো।
মুম্বই: পরনে পাজামা-পাঞ্জাবি। পাঞ্জাবির ওপর দিয়ে পৈতে জড়ানো। পাশে রয়েছেন পুরোহিত। তাঁর মন্ত্রোচ্চারণের মধ্যেই জ্বলন্ত পঞ্চপ্রদীপ ঘুরিয়ে আরতি করে চলেছেন সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar)।
বুধবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022)। মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। মুম্বইয়ে নিজের বাড়িতে গণেশ আরাধনার আয়োজন করেছিলেন সচিনও। তিনি নিজেই পুরোহিতের তত্ত্বাবধানে সারলেন পুজো। পুত্র অর্জুন-সহ পরিবারের সকল সদস্যকেই দেখা গেল পুজোয় সামিল হতে। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন সচিন।
গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও পরিচিত। বাড়িতে, আবাসনে, ক্লাবে, মণ্ডপে গণেশমূর্তির আরাধনা করা হয়। পুজোর কয়েকদিন সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। পুজো শেষে গণেশমূর্তি ভাসান দেওয়া হয়। আজ গণেশ চতুর্থীর এই উৎসবের মাঝে নেট দুনিয়ায় ভাইরাল হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা' (Pushpa) স্টাইলের গণেশ মূর্তি। সোশ্যাল মিডিয়ায় সেই মূর্তির ছবি এবং ভিডিও পোস্ট হতে, তা ভাইরাল হতে সময় নেয়নি।
'পুষ্পা' স্টাইলের গণেশ মূর্তি
এদিন নেট দুনিয়ায় বহু নেট নাগরিকের পক্ষ থেকে ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গণেশ মূর্তির পরনে রয়েছে সাদা রঙের কুর্তা ও পাজামা। চন্দন কাঠের উপর বসে রয়েছে সে। তার একটি হাত একেবারে 'পুষ্পা'র আইকনিক স্টাইলে রয়েছে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা।
শারদোৎসবের আগে বুধবার গণেশ পুজো। আর সিদ্ধিদাতার আরাধনায় চিন্তা বাড়াচ্ছে অগ্নিমূল্য বাজারদর৷ মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ফল-ফুল থেকে শাক-সব্জি! সব কিছুরই দাম আকাশছোঁয়া। মঙ্গলবার সকালে মানিকতলা বাজারে কেজি প্রতি ন্যাসপাতি বিকিয়েছে ১২০ থেকে ১৫০ টাকায়। ৭ দিন আগে ছিল ১০০-১২০ টাকা। আপেলের কেজি ১২০ টাকা। আগের সপ্তাহে যা ছিল ১০০ টাকা কেজি।
ধন-সমৃদ্ধির কামনায় সিদ্ধিদাতা গণপতির আরাধনা। গণপতি বাপ্পাকে নিয়ে আরব সাগরের তীরের উন্মাদনার ঢেউ এখন গঙ্গাপাড়ের কলকাতাতেও। তবে চিন্তা বাড়াচ্ছে বাজারের আগুন দর। সিদ্ধিদাতাকে তুষ্ট করতে আয়োজনে খামতি রাখতে না চাইলেও খরচের চিন্তায় কপালে ভাঁজ মধ্যবিত্তের। চলতি বছর ৩১ অগাস্ট পড়েছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022)। ভাদ্র মাসের শুক্ল পক্ষে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022 Date and Time) পড়ছে ৩০ অগাস্ট রাত ৩টে ৩৩ মিনিট থেকে। শুভক্ষণ থাকবে ৩১ অগাস্ট রাত ৩টে ২২ পর্যন্ত। জানা যাচ্ছে, গণেশ পুজোর শুভ সময় সকাল ১১টা ৫ থেকে দুপুর ১টা ৩৮ পর্যন্ত।
আরও পড়ুন: সামনে শুধু শাকিব, বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন রশিদ