Viral: আবর্জনার স্তূপ এভারেস্টে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্লিপিংস
Viral Video: এবার সেই এভারেস্টেরই এক অন্য ছবি ভাইরাল হল। যা দেখে মন ভাঙতে বাধ্য। ঐতিহাসিক এভারেস্ট যেন নোংরা, আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।

মুম্বই: মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। প্রতি বছর অসংখ্য পর্বতারোহী এই শৃঙ্গের উদ্দেশে পাড়ি দেন। এবার সেই এভারেস্টেরই এক অন্য ছবি ভাইরাল হল। যা দেখে মন ভাঙতে বাধ্য। ঐতিহাসিক এভারেস্ট যেন নোংরা, আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু তাঁর ট্যুইটারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এভারেস্টের বেসক্যাম্পের ওখানে রীতিমতো আবর্জনা ছড়়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। ছবিটা যে সত্যিই হৃদয়বিদারক, তা বলার অপেক্ষা রাখে না। এভারেস্ট টুডে-র একটি ভিডিও থেকেই তা শেয়ার করেছেন সুপ্রিয়া সাহু।
When human beings don't spare even Mount Everest from dumping their garbage and plastic pollution. Truly heartbreaking. #stopplasticpollution #MountEverest #everest video by @EverestToday pic.twitter.com/zuuorrkADF
— Supriya Sahu IAS (@supriyasahuias) May 29, 2023
আজ থেকে ৭০ বছর আগে ২৯ মে ১৯৫৩ সালে এই শৃঙ্গে প্রথম মানুষের পায়ের ছাপ পড়েছিল। তার আগে বহু অভিযাত্রী স্বপ্ন দেখেছিলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে পায়ের তলায় রাখার। বারবার চেষ্টা করেছিলেন, বিফল হয়েছিলেন আবার চেষ্টা করেছিলেন। কেউ ব্যর্থ হয়ে ফিরেছিলেন, কেউ চিরতরে হারিয়ে গিয়েছেন তুষার রাজ্যে। কিন্তু এই দুজনকে মাউন্ট এভারেস্ট ফেরায়নি। ২৯ মে ইতিহাস তৈরি করে বিশ্বে প্রথমবার এভারেস্ট সামিট করেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি।
পর্বতাহোরণের ইতিহাসে ২৯মে দিনটি এই কারণেই অমর। দিনটিকে স্মরণে রাখতে এই দিনটিতেই পালন করা হয় মাউন্ড এভারেস্ট দিবস (Mount Everest Day)। তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি জেদ, সাহস আর পর্বতারোহণের কৌশলকে সম্মান জানানোর পাশাপাশি, বাকি অভিযাত্রীদের লড়াইকে কুর্নিশ জানাতেই পালিত হয় এই দিনটি।
হিমালয় (Himalaya) পর্বতমালার মুকুট, নেপাল ও তিব্বত (এখন চিন)-এর ঠিক সীমান্তে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটি। উচ্চতা ৮৮৪৮ মিটার। ভয়ঙ্কর ঢাল, হাড়কাঁপানো ঠান্ডা, যে কোনও সময় বদলে যাওয়া আবহাওয়া, অক্সিজেনের ঘাটতি- এরকম আরও নানা প্রতিকূলতা জয় করেই এভারেস্ট সামিট করেন পর্বতারোহীরা।
কারা জয় করেছিলেন সেদিন?
নিউজিল্যান্ডে মৌমাছি প্রতিপালনের কাজ করতেন এডমন্ড হিলারি। বিভিন্ন পর্বতে আরোহণ করেছিলেন। ১৯৫১ সালে একবার এভারেস্ট সামিটের চেষ্টা করেছিলেন। তেনজিং নোরগে অত্যন্ত অভিজ্ঞ পর্বাতরোহী এবং শেরপাও। ছোট থেকেই হাতের চালুর মতো করে চিনতেন পাহাড়। তাঁরা দুজনে মিলে অসাধ্য সাধন করেন। বিশ্বে মধ্য এভারেস্ট জয় করেন তাঁরা। দিনটি ছিল, ১৯৫৩ সালের ২৯ মে।






















