Hardik Pandya : হার্দিকের সঙ্গে কথা গম্ভীর-আগরকরের, টি২০ অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে কি তবে এই সিদ্ধান্তের পথেই ভারত ?
India Cricket Team: গত বছরে চোটের কারণে বেশি কয়েকটি ম্যাচে খেলতে পারেননি এই অলরাউন্ডার...
![Hardik Pandya : হার্দিকের সঙ্গে কথা গম্ভীর-আগরকরের, টি২০ অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে কি তবে এই সিদ্ধান্তের পথেই ভারত ? Gautam Gambhir and Ajit Agarkar speak with Hardik Pandya about T20I Captaincy of Team India Hardik Pandya : হার্দিকের সঙ্গে কথা গম্ভীর-আগরকরের, টি২০ অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে কি তবে এই সিদ্ধান্তের পথেই ভারত ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/17/4a88a765f1d3d292c4dc4845275e9c761721203397446170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে। এমনই রিপোর্ট। টি২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে একযোগে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে নেতৃত্ব দেন শুভমন গিল। এবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীর। এই পরিস্থিতিতে টি২০-তে সূর্যকুমারকে অধিনায়ক করা নিয়ে আলোচনা চলছে।
ESPN Cricinfo-র রিপোর্ট অনুযায়ী, রোহিত সরে দাঁড়ানোর পর টি২০-তে স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব হার্দিককে তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু, তাঁর ফিটনেস নিয়ে চিন্তার কারণে এই দায়িত্ব হস্তান্তর করা হতে পারে সূর্যকুমারকে। গত বছরে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেনি এই অলরাউন্ডার।
এই পরিস্থিতিতে খবর, সম্প্রতি পাণ্ড্যর সঙ্গে নতুন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন গম্ভীর ও আগরকর। তাঁকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে, দলে স্থায়ীত্বের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "রোহিত শর্মা নেতৃত্বে থাকাকালীন হার্দিক পাণ্ড্য ছিলেন সহ অধিনায়ক। উনি সম্পূর্ণ ফিট আছেন এবং ৩ ম্যাচের টি২০ সিরিজে পাওয়াও যাবে। দলকে নেতৃত্বও দেওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে শুধু শ্রীলঙ্কা সিরিজের জন্যই নয়, ২০২৬-এর বিশ্বকাপ পর্যন্ত SKY-ই দক্ষ নেতা হতে চলেছেন।"
এদিকে হার্দিকের ব্যক্তিগত জীবনও এখন চর্চায়। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তাঁকে একা দেখতে পাওয়া যায়। তার পর থেকেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে হার্দিক পাণ্ড্যর ব্যক্তিগত জীবন। সোশ্য়াল মিডিয়ায় স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের একটি পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, স্ত্রী নাতাশা তাঁদের সন্তান অগস্ত্যকে নিয়ে সার্বিয়া উড়ে যাচ্ছেন। ব্যাগ গোছানোর ছবি দিয়ে ইনস্টাগ্রামে নাতাশা লিখেছেন, "এটা বছরের সেই সময়।" বিমান ও বাড়ির ছবি-সব ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর স্টোরি। পরে তাঁকে পুত্র অগস্ত্য নিয়ে বিমানবন্দরেও দেখা যায়। তবে, হার্দিককে কোথাও দেখা যায়নি।
আরও পড়ুন ; জল্পনা উস্কে পুত্র অগস্ত্যকে নিয়ে সার্বিয়া রওনা হার্দিক-পত্নী নাতাশা, ইনস্টাগ্রাম পোস্টে বড় ইঙ্গিত !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)