Pele Demise: পেলের মৃতদেহের সামনে সেলফি! সমালোচনার মুখে কী বললেন ফিফা প্রেসিডেন্ট?
Gianni Infantino: প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ভিড় ভেঙে পড়েছে ব্রাজিলে। আর তারই মাঝে ফিফা প্রেসিডেন্টের একটি কাজ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেল।
সাও পাওলো: প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে। তাঁকে শেষ একবার দেখার জন্য, শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ভিড় ভেঙে পড়েছে ব্রাজিলে। আর তারই মাঝে ফিফা প্রেসিডেন্টের একটি কাজ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেল।
৮২ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। যার জেরে প্রবলভাবে নিন্দিত হচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এমন এক কান্ড ঘটিয়েছেন তিনি যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে গোটা ফুটবল বিশ্ব।
কী করেছেন তিনি?
পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শবদেহ ২৪ ঘণ্টার জন্য ভিলা বেলমিরোতে রাখা হয়েছিল। গোটা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত এসেছিলেন পেলেকে শেষবার দেখতে। কফিনের ভেতরে পেলের মরদেহের মুখ অনাবৃত রাখা হয়েছিল। যাতে তাঁর ভক্তরা একবার প্রিয় মহাতারকার মুখ শেষবারের মতো দেখতে পান।
সেখানেই ফিফা সভাপতি ইনফান্তিনো হঠাৎ করেই নিজের মোবাইল ফোনে পেলের কফিনের সামনে সেলফি নেন! সঙ্গে লিমা-সহ এক ঝাঁক প্রাক্তন তারকা। ফিফা সভাপতির এই কান্ড ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। ইনফান্তিনোর সেই সেলফি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই তাঁকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়।
View this post on Instagram
যদিও পরে আত্মপক্ষ সমর্থন করে ইনফান্তিনো বলেন, 'ওখানে উপস্থিত কয়েকজন সেলফি তুলতে পারছিলেন না বলে আমি আমার ফোন ব্যবহার করে ছবিটি তুলি। পেলের সতীর্থ কাউকে সাহায্য করা মানে সমালোচনার শিকার হওয়া ভাবতেই খারাপ লাগছে।'
আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা