এক্সপ্লোর

ABP Exclusive: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা

Shivam Mavi: কখনও বিদ্যুতের তারে হাত দিয়ে তড়িদাহত হয়েছেন। কখনও ভেঙেছেন কনুই। সেই ডানহাতি পেসারই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয়ের নায়ক।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁর বয়স তখন আট বা ন’বছর। সবে ক্রিকেট বুঝতে শুরু করেছেন। আর সেই থেকেই খেলাটার প্রেমে পড়েছেন। এমনই ক্রিকেট নিয়ে উন্মাদনা যে, পাড়ার মাঠে দাদাকে ছক্কা মারতে দেখে ছাদ থেকে দিলেন লাফ। কনুই ভাঙল। হাড় জুড়লেও, হাত যেন সোজাই হয় না।

সেই ছেলেই বল হাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ব্যাটিংকে চুরমার করে দিলেন (Ind vs SL)। অভিষেক ম্যাচে মাঠে নেমেই টিম ইন্ডিয়ার জয়ের নায়ক শিবম মাভি (Shivam Mavi)। যে সাফল্য দেখে উচ্ছ্বসিত তাঁর পরিবার। শিবমের খুড়তুতো দাদা অনুজ মাভি মেরঠ থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে বলছিলেন, 'ওর সাফল্যে বাড়ির সকলে ভীষণ খুশি। এর চেয়ে বড় আনন্দের মুহূর্ত আসেনি। দারুণ গর্বের মুহূর্তও। দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষা ছিল। শিবম জাতীয় দলে সুযোগ পেতেই সকলে উচ্ছ্বসিত ছিলাম। আর অভিষেকেই এইরকম পারফরম্যান্স। টিভিতেই সকলে খেলা দেখেছেন।'

অনুজই শোনালেন শিবমের ছোটবেলার দুষ্টুমির কাহিনি। বলছিলেন, 'এমনিতে ও খুব শান্ত স্বভাবের। বাড়িতে থাকলে সাড়াশব্দ পাওয়া যায় না। কম কথা বলে। পরিবারের সঙ্গে সময় কাটায়।' যোগ করলেন, 'তবে দুটো ঘটনা ঘটিয়েছিল। প্রথমটার সময় ওর বয়স ৮ বা ৯। পাড়ার মাঠে খেলা হচ্ছিল। ও ছাদে বসে খেলা দেখছিল। বড় দাদা সচিন একটা ছক্কা মেরেছিল। তা দেখে উত্তেজনায় লাফ মেরে বাড়ির ছাদ থেকে নীচে পড়ে গিয়েছিল। বাঁহাতের কনুই ভেঙে গিয়েছিল। অনেকদিন লেগেছিল সেরে উঠতে।' অনুজ আরও বললেন, 'একবার বিদ্যুতের খোলা তারে হাত দিয়েছিল। তড়িদাহত হয়। কাঁধে প্রবল চোট পেয়েছিল। সেই ধাক্কা সামলে উঠতে বেশ কয়েকদিন সময় লেগেছিল ওর।'

উত্তর প্রদেশের মেরঠে বাড়ি। মাবানার পাশেই সিনা গ্রাম। সেখানেই মাভি পরিবারের বসবাস। বাবা ঠিকাদারের কাজ করেন। দুই ভাই বোন। শিবম ও শালু। নয়ডায় বিড়লা বম্ব অ্যাকাডেমিতে ফুলচন্দ শর্মার প্রশিক্ষণে ক্রিকেটে হাতেখড়ি শিবমের। তবে শুরুতে তিনি ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখতেন। অনুজ বলছেন, 'প্রথমে উত্তর প্রদেশের হয়ে খেলত। তবে এখানে সুযোগ পেতে সময় লাগছিল। ও ব্যাটিংয়েও খুব মনোযোগী ছিল। আমরা চেয়েছিলাম ও অলরাউন্ডার হোক। সেই কারণে দিল্লিতে যায়। দিল্লির অনূর্ধ্ব ১৪ দলে খেলেছে। সেখান থেকে ফের কোচদের অনুরোধে উত্তর প্রদেশে ফেরে।'

ভারতের হয়ে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বল হাতে নজর কেড়েছিলেন। তাঁর বলের গতি দেখে মুগ্ধ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী সেই দল থেকে পৃথ্বী শ, শুভমন গিল, অর্শদীপ সিংহরা জাতীয় দলে আগেই খেলেছেন। শিবমকে অপেক্ষা করতে হল চার বছর।                             

অনুজ বলছেন, 'ওর প্রচুর চোট-আঘাত লেগেছে। চোট এড়াতে বোলিং অ্যাকশন শুধরেছে। আগে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করত। তবে এখন গতি নয়, লাইন-লেংথে বেশি জোর দিচ্ছে। নতুন অ্যাকশনে আউটস্যুইং করাচ্ছে। তাতে আরও ভয়ঙ্কর লাগছে ওকে।' যোগ করলেন, 'আগে ও ইনস্যুইং করাত। কিন্তু ব্যাটসম্যানেরা সেটা অনেক সময় বুঝতে পেরে যায়। তাই আউটস্যুইং করানো শিখেছে। তাতে ব্যাটসম্যানেরা ওকে খেলতে আরও সমস্যায় পড়ছে।' যদিও মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম বলেই পা পিছলে গিয়েছিল শিবমের। তারপর থেকে ক্রিজের একটু আড়াআড়ি জায়গা থেকে বল করছিলেন। ওয়াইড হওয়ার আশঙ্কায় তাই নতুন অস্ত্র আউটস্যুইং খুব একটা প্রয়োগ করতে পারেননি। ম্যাচে ইনস্যুইংই করিয়েছেন বেশি।

২০২২ সালের শেষ কয়েকটা দিন দুর্দান্ত কেটেছে শিবমের। প্রথমে আইপিএলের মিনি নিলামে গুজরাত টাইটান্স ৬ কোটি টাকায় তাঁকে কিনেছে। তারপরই শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলে ডাক। অনুজ বলছেন, 'সেই সময় উত্তরপ্রদেশ-বঢোদরা রঞ্জি ম্যাচ চলছিল। ম্যাচ খেলে রাত সাড়ে তিনটেয় ও আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল।' যোগ করলেন, 'তবে কলকাতা নাইট রাইডার্স ওর প্রথম দল। তাই কেকেআর ছেড়ে দেওয়ায় মন খারাপ হয়েছিল। শেষ মরসুমে কেকেআর শিবমকে সাত কোটি ২০ লক্ষ টাকা দিয়েছিল। কিন্তু চোট থাকায় ও নিজের সেরাটা দিতে পারেনি।'

চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্য়াবিলিটেশন চলেছে। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েননি কখনও। অনুজ বলছেন, 'ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামা ওর স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নপূরণের তাগিদই ওর কাছে সবচেয়ে বড় প্রেরণা ছিল। তাই চোটের জন্য মাঠের বাইরে থাকলেও কখনও ভেঙে পড়েনি। স্বপ্নপূরণ হয়েছে। শিবম এখনও ক্রিকেটকে অনেক কিছু দেবে।'

আরও পড়ুন: দিল্লি নয়, চিকিৎসার উদ্দেশে মুম্বইয়ে উড়িয়ে আনা হচ্ছে ঋষভকে, জানাল বোর্ড

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
Advertisement
ABP Premium

ভিডিও

BJP News: টার্গেট ১ কোটি, সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি | ABP Ananda LiveBJP News: আমাদের লক্ষ্য এক কোটি এবং এটা একটা চলমান প্রক্রিয়া ১ কোটি সদস্য পশ্চিমবঙ্গে হবে: শমীকSantanu Sen: 'আমি নিজেকে তৃণমূলের একজন অনুগত সৈনিক বলে মনে করি', জানালেন সাসপেন্ড তৃণমূল নেতাSantanu Sen: আর জি কর-কাণ্ডে মুখ খোলার মাসুল? সাসপেন্ড শান্তনু। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
WhatsApp News: যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
PM Awas Yojana : আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
East Burdwan: ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
RG Kar News: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
Embed widget