অস্ট্রেলিয়ার দাবানল মোকাবিলার ত্রাণে ছক্কা পিছু আড়াইশো ডলার করে দেবেন ম্যাক্সওয়েল, লিন, পাশে কিরিয়স-সহ এক ঝাঁক ক্রীড়াবিদ
পিছিয়ে নেই টেনিস তারকারাও। নিক কিরিয়স যেমন। তাঁর মারা প্রত্যেক ‘এস’-এর জন্য দুশো ডলার করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন কিরিয়স। একইভাবে ‘এস’ পিছু দুশো ডলার করে দেবেন মহিলা টেনিস তারকা সামান্থা স্তোসুর। ডার্সি শর্ট, ফাওয়াদ আমেদরাও ছক্কা পিছু আড়ইশো ডলার করে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
লিনের দেখাদেখি ম্যাক্সওয়েলও সাহায্যের হাত বাড়িয়ে দেন। ট্যুইট করেন, ‘লিনি তোমার উদ্যোগ দুর্দান্ত। আমি তোমার পাশে থেকে জানাচ্ছি, বিগ ব্যাশ লিগে প্রত্যেক ছক্কার জন্য আড়াইশো ডলার করে দেব দাবানল মোকাবিলার জন্য। তাতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া দেশবাসীদের উপকার হবে হয়তো।’Hey Guys, for every six I hit in this years Big Bash League I will donate $250 towards the Red Cross Bushfire Appeal. It is special to see so many athletes from various sports getting in behind the real heroes who are fighting to save lives and properties around our country 🙏 pic.twitter.com/9MVwNg81GE
— Chris Lynn (@lynny50) January 2, 2020
Love it Lynny!! I’ll match you on $250 per six I hit in this years BBL. Great cause which is helping so many people around the country who are doing it tough right now. 🙏 https://t.co/hcJea0B6hh
— Glenn Maxwell (@Gmaxi_32) January 2, 2020
I’m kicking off the support for those affected by the fires. I’ll be donating $200 per ace that I hit across all the events I play this summer. #MoreToCome #StayTuned
— Nicholas Kyrgios (@NickKyrgios) January 2, 2020
পিছিয়ে নেই টেনিস তারকারাও। নিক কিরিয়স যেমন। তাঁর মারা প্রত্যেক ‘এস’-এর জন্য দুশো ডলার করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন কিরিয়স। একইভাবে ‘এস’ পিছু দুশো ডলার করে দেবেন মহিলা টেনিস তারকা সামান্থা স্তোসুর। ডার্সি শর্ট, ফাওয়াদ আমেদরাও ছক্কা পিছু আড়ইশো ডলার করে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।For every ACE I serve over the Aussie summer I’ll donate $200 to the bushfire relief to help raise funds to the families, firefighters and animals who are affected by this disaster. Please join me in any way you can #ausfires #ClimateEmegency #AustralianFires
— Samantha Stosur (@bambamsam30) January 2, 2020