Global Chess League: দাবার বোর্ডে ফের আনন্দ-কার্লসেন ধুন্ধুমার লড়াই, গ্লোবাল চেস লিগ নিয়ে বাড়ছে উত্তাপ
Magnus Carlsen Viswanathan Anand: লন্ডনের ফ্রেন্ডস হাউসে ৩-১২ অক্টোবর হবে টুর্নামেন্ট। যে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দুই বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন ও বিশ্বনাথন আনন্দ।
![Global Chess League: দাবার বোর্ডে ফের আনন্দ-কার্লসেন ধুন্ধুমার লড়াই, গ্লোবাল চেস লিগ নিয়ে বাড়ছে উত্তাপ Global Chess League Magnus Carlsen Viswanathan Anand Nakamura among top icon players for Tech Mahindra Global Chess League Global Chess League: দাবার বোর্ডে ফের আনন্দ-কার্লসেন ধুন্ধুমার লড়াই, গ্লোবাল চেস লিগ নিয়ে বাড়ছে উত্তাপ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/3344a28d5a2accf2dbfff44f2c80cebb172181778995450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিশ্ব দাবা সংস্থা ফিডে (FIDE) ও টেক মাহিন্দ্রা (Tech Mahindra)-র যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে গ্লোবাল চেস লিগ। এটা দ্বিতীয় মরশুম। কারা চৌষট্টি খোপের যুদ্ধে নামছেন, তা ঘোষণা হয়ে গেল বুধবার।
লন্ডনের ফ্রেন্ডস হাউসে ৩-১২ অক্টোবর হবে টুর্নামেন্ট। যে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের এক নম্বর তথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। যিনি প্রথম মরশুমেও খেলেছিলেন। এবারও তিনি আল্পাইন এসজি পাইপার্সের হয়ে খেলবেন। চ্যালেঞ্জ জানাতে তৈরি ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, হিকারু নাকামুরা, অনিশ গিরিরা।
কার্লসেন বলেছেন, 'প্রথমবার টুর্নামেন্ট হয়েছিল দুবাইয়ে। দারুণ উত্তেজক লড়াই হয়েছিল। দাবা ব্যক্তিগত মুন্সিয়ানার খেলা। তবে দল তৈরি করে গ্লোবাল লিগ চেসটা দারুণ অভিনব টুর্নামেন্ট। খুব তরতাজা ভাবনা। ফের আল্পাইন এসজি পাইপার্সের হয়ে নামতে মুখিয়ে রয়েছি।'
নাকামুরা এই প্রথম খেলবেন গ্লোবাল চেস লিগে। তিনি আমেরিকান গ্যাম্বিটস দলের প্রতিনিধিত্ব করবেন। অনিশ গিরিও এই প্রথম খেলবেন লিগে। তিনি খেলবেন পিবিজি আলাস্কান নাইটসের হয়ে।
আমেরিকান গ্যাম্বিটস দলের আইকন দাবাড়ু নাকামুরা বলেছেন, 'গতবারও এই টুর্নামেন্ট দেখেছিলাম। ফর্ম্যাটটা দেখে খুব আকৃষ্ট হয়েছিলাম। আমার খুব উত্তেজক লাগছে। বিশ্বের সেরা দাবাড়ুরা অংশ নিচ্ছে। দাবাপ্রেমীরাও নিজেদের প্রিয় তারকাদের হয়ে গলা ফাটাতে পারবেন। তাঁদের খেলা দেখতে পারবেন। লন্ডনে সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।'
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ খেলবেন গ্যাঞ্জেস গ্র্যান্ডমাস্টার্স দলের হয়ে। ভিশি বলেছেন, 'প্রথম সংস্করণে দারুণ উত্তেজক কিছু ম্যাচ হয়েছিল। ম্যাচ সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। যা গোটা বিষয়টিকে আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। দাবাপ্রেমীরা নিশ্চয়ই খুব খুশি হবেন। গ্যাঞ্জেস গ্র্যান্ডমাস্টার্সের হয়ে খেলতে পারব ভেবে উত্তেজিত।'
গ্লোবাল চেস লিগ (Global Chess League)-এর চিফ এগজিকিউটিভ অফিসার সমীর পাঠক বলেছেন, 'সমস্ত আইকন প্লেয়ারদের স্বাগত জানাই। প্রত্যেক দলেই বিখ্যাত খেলোয়াড়েরা রয়েছেন। আরও কয়েকজন দারুণ দাবাড়ুর নামও ঘোষণা করা হবে।'
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)