আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Asian Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে লড়াই নয়, সম্প্রীতির বার্তা দিলেন হরমনপ্রীত
IND vs PAK: চেন্নাইতে শেষ সাক্ষাৎকারেও পাকিস্তানের বিরুদ্ধে ৩-১ জয় পেয়েছিল ভারত।
নয়াদিল্লি: রাত পোহালেই মেগাডুয়েল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্মুখ সমরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একদিকে অনবদ্য ফর্মে থাকা টেবিল টপার ভারত। অপরদিকে, অপরাজিত পাকিস্তান। দুই পড়শি দেশের হকি ফিল্ডে লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচের আগে লড়াই নয়, বরং বন্ধুত্বের কথাই ধরা পড়ল ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিংহের গলায়।
সকলেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে বলে অবগত হরমনপ্রীত। তবে তিনি পাকিস্তান দলের হকি তারকাদের নিজের ভাই বলেই মনে করেন বলে জানান হরমনপ্রীত। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি পাকিস্তান দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে একদম ছোটবেলা থেকে খেলে আসছি। আমাদের মধ্যেকার সম্পর্ক অত্যন্ত মিষ্টিমধুর। ওরা আমার ভাইয়ের মতো। তবে মাঠে আমরা আর পাঁচটা প্রতিপক্ষের বিরুদ্ধে যে মনোভাব নিয়ে নামি, সেভাবেই জয়ের লক্ষ্যে নামব। সেখানে আমাদের আবেগ দূরে সরিয়ে রাখব। হকিতে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার জুড়ি মেলা ভার আর আমি নিশ্চিত সকলেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন।'
অপরদিকে পাকিস্তান অধিনায়ক আমাদ বাট বলেন, 'ভারত নিঃসন্দেহে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ফেভারিটদের মতোই খেলছে। তবে আমরাও নিজেদের উদ্বুদ্ধ করব এবং আমরা কিন্তু প্রতিটি ম্যাচেই উন্নতি করেওছি। কার্ড খাইনি এবং নিয়ম মেনে হকি খেলেছি। ভারতের বিরুদ্ধেও আমরা একই জিনিস করতে তৈরি।'
গত বারের চ্যাম্পিয়ন ভারতীয় দল কিন্তু অনবদ্য ফর্মে রয়েছে। নিজেদের চারটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। চিনকে ৩-০ হারিয়েছে, জাপানের বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেয়েছে। মালয়েশিয়াকে ৮-১ বিরাট স্কোরলাইনে উড়িয়ে দিয়েছেন হরমনপ্রীতরা। নিজেদের শেষ ম্যাচে কোরিয়াকেও ৩-১ হারায় ভারত। দলের অধিনায়ক হরমনপ্রীত জাতীয় দলের হয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। অর্থাৎ ভারতের হয়ে ২০০ গোলের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে এহেন ফর্ম ভারতীয় দল বজায় রাখতে পারেন কি না, এখন সেটাই কিন্তু দেখার বিষয় হবে। চেন্নাইতে শেষ সাক্ষাৎকারেও পাকিস্তানের বিরুদ্ধে ৩-১ জয় পেয়েছিল ভারত। এবার সেই ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ।
আরও পড়ুন: অনুশীলনে নতুন সদস্য, ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন তারকা বোলিং কোচ
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement