এক্সপ্লোর
Advertisement
ভারতের হয়ে প্রায় ৫০০ ম্যাচ খেলেছি, বিরাট-শ্রেয়স, যার সঙ্গে ইচ্ছে কথা বলব! স্বার্থের সংঘাতের অভিযোগে বিতর্ক ওড়ালেন সৌরভ
গত ২০ সেপ্টেম্বর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে ধারাভাষ্যকার সাইমন ডুলকে শ্রেয়স জানিয়েছিলেন, রিকি পন্টিং, সৌরভের মতো ক্রিকেট ব্যক্তিত্বদের কাছ থেকে পরামর্শ পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
কলকাতা: স্বার্থের সংঘাতের অভিযোগ সপাটে উড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কাছ থেকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার পরমার্শ নিয়েছিলেন। যা নিয়ে বিতর্কের সূত্রপাত।
সেই বিতর্ককে কার্যত ফুত্কারে উড়িয়ে দিয়ে সৌরভ বলেন, ’’গত বছর আমি শ্রেয়সকে পরামর্শ দিয়ে সাহায্য করেছিলাম। আমি বোর্ড প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু ভুলে যাবেন না, আমিও দেশের হয়ে ৫০০টা ম্যাচ (৪২৪টা ম্যাচ খেলেছেন) খেলেছি। শ্রেয়স হোক বা বিরাট কোহলি—যে কোনও তরুণ ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলতে পারি। ওরা যদি চায় তা হলে ওদের সাহায্য করবই।‘‘
গত ২০ সেপ্টেম্বর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে ধারাভাষ্যকার সাইমন ডুলকে শ্রেয়স জানিয়েছিলেন, রিকি পন্টিং, সৌরভের মতো ক্রিকেট ব্যক্তিত্বদের কাছ থেকে পরামর্শ পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তাঁকে ক্রিকেটার ও অধিনায়ক হিসাবে পরিণত হয়ে উঠতে ওঁরা সাহায্য করেছেন বলেও জানান। এরপরই সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। সমালোচকরা বলা শুরু করেন, বিসিসিআই সভাপতি হয়েও তিনি একটি ফ্র্যাঞ্চাইজিকে সাহায্য করেছেন পরামর্শ দিয়ে। এতে স্বার্থের সংঘাত হয়েছে।
As a young captain, I am thankful to Ricky and Dada for being a part of my journey as a cricketer and captain last season.
My comment yesterday was to emphasise my gratitude towards the role they both have played in my personal growth as a captain.
— Shreyas Iyer (@ShreyasIyer15) September 21, 2020
গত বছর দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন সৌরভ। সেবার শ্রেয়সের নেতৃত্বে দিল্লি প্লে অফে পৌঁছেছিল। এর আগে এত ভাল ফল করেনি দিল্লি। এবার আইপিএল শুরুর আগে ডুলকে শ্রেয়স বলেছিলেন, ’’অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে গত বছর দলের ফলাফলের জন্য পন্টিং এবং দাদার কাছে কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে আমার সাফল্যের পিছনে ওঁদের দুজনের যথেষ্ট অবদান রয়েছে।‘‘ বিতর্ক হওয়ায় শ্রেয়স ট্যুইট করেন, তিনি ২০১৯ এর কথা বলেছেন। পাশাপাশি সৌরভও জোরদার সওয়াল করলেন আত্মপক্ষ সমর্থনে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement