Kohli on Wriddhiman: ভাত-ডালের সঙ্গে আইসক্রিম! ঋদ্ধিমানের খাওয়া দেখে চমকে উঠেছিলেন কোহলি
Virat Kohli: কোহলি একটি প্রচারমূলক অনুষ্ঠানে জানিয়েছেন নিজের সেই বিচিত্র অভিজ্ঞতার কথা।
কলকাতা: শেষ পাতে আইসক্রিম অনেকেই খান। কিন্তু তাই বলে ভাত-ডাল খেতে খেতেই আইসক্রিম! বা রুটি, চিকেন খাওয়ার মাঝে রসগোল্লা!
এমনই আজব খাওয়াদাওয়া দেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কার? ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha)। কোহলি একটি প্রচারমূলক অনুষ্ঠানে জানিয়েছেন নিজের সেই বিচিত্র অভিজ্ঞতার কথা। বলেছেন, 'যদি খাওয়াদাওয়া নিয়ে কাউকে অদ্ভুত পরীক্ষানিরীক্ষা করতে দেখি, তাহলে সে হল ঋদ্ধিমান সাহা। একবার ওর প্লেটে দেখেছিলাম বাটার চিকেন, রুটি, স্যালাড ও রসগোল্লা। আমি দেখলাম ও দু-তিন গাল রুটি ও স্যালাড খাচ্ছে। আর তারপর গোটা রসগোল্লা খাচ্ছে। ফের রুটি খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ঋদ্ধি, কী করছোটা কী?'
কী জবাব দিয়েছিলেন ঋদ্ধিমান? কোহলির কথায়, 'ও বলেছিল, ও এভাবেই খায়। আমি তো ওকে ভাত-ডালের সঙ্গে আইসক্রিম খেতেও দেখেছি। আর সেটা কীভাবে? একসঙ্গে। দুগাল করে ভাল-ডাল। তারপর এক চামচ করে আইসক্রিম।'
সুস্থ ডোনা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। আপাতত বাড়িতেই তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে সম্ভবত থাকছেন না সৌরভ-পত্নী। চিকিৎসকের পরামর্শেই পারফর্ম না-ও করতে পারেন ডোনা।
চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন ডোনা। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়াতেই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সৌরভ-পত্নীর একাধিক পরীক্ষা করা হয়। তাঁর শারীরিক অবস্থারও পরীক্ষা করা হয়। এদিনও দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে যান। এরপরই ডোনার দুই চিকিৎসক সৌরভের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন। সিদ্ধান্ত হয়, সন্ধেবেলা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে জানানো হয়েছে, হাসপাতাল থেকে মুক্তি পাওয়া মানেই যে ডোনা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন তা নয়। ডোনাকে আপাতত বাড়িতেও বেশ কিছু কড়াকড়ি মেনে চলতে হবে। যেমন, দেহে ফ্লুইডের মাত্রা যাতে ধাক্কা না খায় সেই দিকে কড়া নজর রাখা দরকার। ব্যথা কমানোর ওষুধ নিয়েও চিকিৎসকরা যে পরামর্শ দেবেন, সেটা মেনে চলা দরকার। সাধারণত চিকুনগুনিয়াতে জ্বরের পাশাপাশি গায়ে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। সেই যন্ত্রণা অনেকটা কমে যাওয়াতেই ডোনা গঙ্গোপাধ্যায়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে সবটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে করা হয়েছে, খবর হাসপাতাল সূত্রে।