(Source: ECI/ABP News/ABP Majha)
Llyod On Virat: ব্যাটিংয়ে যে কোনও রেকর্ড নিজের দখলে করতে পারে বিরাট: লয়েড
Virat Kohli: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫০ শতরানের মালিক এখন বিরাট। তবে কিং কোহলির ঝুলিতে নাকি এখনও অনেক রেকর্ড গড়া বাকি রয়েছে। এমনটাই বলছেন কিংবদন্তি ক্লাইভ লয়েড।
কলকাতা: বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুকরের (Sachin Tendulkar) সর্বাধিক ওয়ান ডে শতরানের রেকর্ড ভেঙে নিজে নতুন রেকর্ড গড়েছেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে (One Day Cricket) ৫০ শতরানের মালিক এখন বিরাট। তবে কিং কোহলির (Virat Kohli) ঝুলিতে নাকি এখনও অনেক রেকর্ড গড়া বাকি রয়েছে। এমনটাই বলছেন কিংবদন্তি ক্লাইভ লয়েড (Clive Llyod)। একটি ইভেন্টে অংশ নিতে কলকাতায় এসেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক। আর সেখানে এসেই লয়েড বলছেন, বিরাটের এখনও অনেক রেকর্ড গড়া বাকি রয়েছে। এক সাক্ষাৎকারে ক্যারিবিয়ান কিংবদন্তি জানিয়েছেন, ''আমি জানি না ওর বয়স কত। আর কতদিন খেলবে ও। কিন্তু এখনও অনেকটাই কম বয়স ওর। আমার মনে হয় আরও বেশ কিছুদিন খেলতে পারবে বিরাট। তাতে আরও অনেক রেকর্ড আছে যা ও চাইবে নিজের দখলে করে নিতে পারবে। সেই ক্ষমতা ওর রয়েছে।'' ভিভ রিচার্ডস না বিরাট কোহলি। একজনের সঙ্গে খেলেছেন। আরেক জনকে দেখছেন। কাকে এগিয়ে রাখবেন? লয়েড বলছেন, ''দুজনের তুলনা হতে পারে না। ওরা দুজন ভিন্ন ঘরানার প্লেয়ার। যখন ভিভ খেলতে, ওর খেলা উপভোগ করতাম। আর এখন বিরাটকে যত দেখি মুগ্ধ হই। বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার।''
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকে দায়ীও করেছেন এবি ডিভিলিয়ার্সের মত তারকা। এবার সেই সুরেই সুর মেলালেন লয়েড। তিনি বলেন, ''এই মুহূর্তে চারিদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। সবাই টি-টোয়েন্টি ফর্ম্যাট নিয়েই কথা বলে। কিন্তু আমি মনে করি যদি টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে হয়, তবে টেস্ট ক্রিকেট আরও বেশি করে বছরে খেলতে হবে প্রতিটি দলকে। বিশেষ করে তিন ম্য়াচের বা পাঁচ ম্যাচের সিরিজের কম কোনও সিরিজই খেলা উচিত নয়।''
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়েও মুখ খুলেছেন এই কিংবদন্তি। গত ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবিয়ান ব্রিগেড। সেই প্রসঙ্গ টেনে লয়েড বলেন, "বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করতে না পারা এখনও ভাবতে পারি না। খুবই বেদনাদায়ক। সবাইকে মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ ৬টা আইসিসি ট্রফি জিতেছে। তার মধ্যে চারটে বিশ্বকাপ রয়েছে। ক্রিকেটারদের সেটা মনে রাখতে হবে। ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।"