IND vs PAK, Asia Cup 2022: দুবাইয়ে ভারত-পাক ম্যাচের আগে কোভিড মুক্ত দ্রাবিড়, যোগ দিচ্ছেন টিমে
IND vs PAK: কোভিড থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন।
কলকাতা: দুবাইয়ে (Dubai) বদলার ম্যাচ। এশিয়া কাপের (Asia Cup) মেগা-ডুয়েল। সুপার সানডে-তে দুবাইয়ে ভারত (India)-পাকিস্তান (Pakistan) ক্রুসেড। টি-২০ বিশ্বকাপে হারের বদলা নিতে তৈরি রোহিত-ব্রিগেড। অন্যদিকে, ম্যাচে ১০০ শতাংশ নিংড়ে দিতে চায় বাবর অ্যান্ড কোম্পানি। সেই প্রেক্ষাপটেই ভারতীয় শিবিরে স্বস্তি। আজকের ম্যাচই দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিতদের হেডস্যার। এমনকী টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও থাকবেন। বসবেন ডাগআউটেও।
কোভিড থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন। কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হন দ্রাবিড়। বেঙ্গালুরুর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড ভেবেছিল সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে দ্রাবিড়ের কিছুটা সময় লাগবে। তাই অন্তর্বর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়। সেই মত ভারতীয় দলের সঙ্গেই ছিলেন তিনি। তবে এবার কোভিড নেগেটিভ হয়ে দ্রাবিড় দলে যোগ দিতেই অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।
Team India Head Coach Rahul Dravid has reached Dubai for Asia Cup 2022 and has joined the team in the hotel after testing negative for COVID-19: Sources
— ANI (@ANI) August 28, 2022
India will take on Pakistan today evening in Asia Cup 2022
(Photo source: BCCI) pic.twitter.com/R4uvIkLwyr
এশিয়া কাপ খেলার জন্য ভারতীয় দল ২৩ অগস্ট সংযুক্ত আরব আমির শাহির উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময় নিয়ম মাফিক দলের সব সদস্যদের কোভিড পরীক্ষা করানো হয়। সেই সময় দ্রাবিড়ের কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
আরও পড়ুন, চিরপ্রতিদ্বন্দ্বী পাক দলের শক্তি-দুর্বলতা নয়, রোহিতের ভাবনায় শুধুই নিজের দলের খেলা
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই দুবাইয়ের আন্তর্জাতিক ময়দানে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। দুই পড়শি দেশের ম্যাচ নিয় কোনওদিনই উত্তেজনার ঘাটতি থাকে না। এখন তো বড় টুর্নামেন্ট বাদে দ্বিপাক্ষিক সিরিজও খেলে না দুই দল। তাই স্বাভাবিকভাবেই বহুদিন আগে থেকেই এশিয়া কাপের (Asia Cup 2022) এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে ম্যাচের আগের দিন একেবারে ভাবলেশহীন শান্ত মেজাজে দেখা গেল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।