এক্সপ্লোর
Advertisement
চাপ সামাল দিতে না পারার জন্যই হার, মনে করছেন গম্ভীর
মুম্বই: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের রেকর্ড উজ্জ্বলতর করল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার রাতে ঘরের মাঠে কেকেআর-কে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বই। কেকেআর-এর ১৭৯ রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ৪ ওভারে ৬০ রান দরকার ছিল রোহিত শর্মার দলের। নীতীশ রানার ২৯ বলে ৫০ এবং হার্দিক পাণ্ড্যর ১১ বলে ২৯ রানের সুবাদে টানটান উত্তেজনার ম্যাচে জয় তুলে নিয়েছে মুম্বই।
বড় রান করেও হারের জন্য ক্যাচ মিস এবং জঘন্য ফিল্ডিংকেই দায়ী করছেন কেকেআর অধিনায়ক গম্ভীর। তাঁর মতে, বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছেন। শিশির পড়ায় স্পিনারদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল। তারপরেও জিততে পারত কেকেআর। কিন্তু শেষদিকে তাঁরা স্নায়ুর চাপে ভুগছিলেন। সেই কারণেই ম্যাচ হারতে হল।
এবারের আইপিএল-এ প্রথম ম্যাচে রাইজিং পুণে সুপারজায়ান্টসের কাছে হেরে গিয়েছিল মুম্বই। কেকেআর-কে হারিয়ে জয়ে ফিরলেন রোহিতরা। এই জয়ের পর তরুণ নীতীশ ও হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ মুম্বইয়ের অধিনায়ক। রোহিত বলেছেন, ‘এই ম্যাচে জয় দরকার ছিল। ম্যাচ জিততে পেরে খুশি। পিচ বোলারদের সহায়ক ছিল না। তাছাড়া শিশির পড়ছিল। তাই আমাদের আশা ছিল, নীতীশ ও হার্দিক ম্যাচ জিতিয়ে দেবে। ওরা সেটাই করেছে। যে কোনও দলে এই ধরনের তরুণ খেলোয়াড় থাকা জরুরি। আশা করি ওরা এই পারফরম্যান্স ধরে রাখবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement