Hero ISL 2021-22: আইএসএলের প্রথম ম্য়াচেই নামছে এটিকে মোহনবাগান, ডার্বি ২৭ নভেম্বর
Hero ISL 2021-22: প্রথম ম্যাচেই খেলতে নামছে এটিকে মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি হবে আগামী ২৭ নভেম্বর। আপাতত প্রথম ১১ রাউন্ডের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে।
কলকাতা: আসন্ন আইএসএলের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড। টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৯ নভেম্বর। প্রথম ম্যাচেই খেলতে নামছে এটিকে মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি হবে আগামী ২৭ নভেম্বর। আপাতত প্রথম ১১ রাউন্ডের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে।
করোনা আবহে গতবার গোয়ায় হয়েছিল টুর্নামেন্ট। এবারও টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে গোয়াতেই। এবারও তিনটে স্টেডিয়ামে হবে আইএসএলের ম্যাচগুলো। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্ট ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ১১৫ টি ম্যাচ খেলা হবে এই সময়কালের মধ্যে।
প্রতিবারের মত এবারও খেলাগুলো শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। তবে প্রতি শনিবার, যে দিন দু’টি ম্যাচ খেলা হবে, সে দিন রাত সাড়ে ন’টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এবারের আইএসএলে প্রথম ম্য়াচেই খেলতে নামছে এটিকে মোহনবাগান। তাঁদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। এসসি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে আগামী ২১ নভেম্বর। জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি তাদের প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে হিরো আইএসএল ২০২১-২২ অভিযান শুরু করবে ২২ নভেম্বর।
এদিকে মরসুম শুরুর আগেই স্লোভেনিয়ার ফুটবলার আমির দারভিসেভিচকে দলে নিয়ে চমক দেখিয়েছে লাল হলুদ ব্রিগেড। ২৯ বছরের এই মিডফিল্ডার স্লোভেনিয়ার অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২১ ও স্লোভেনিয়ার জাতীয় সিনিয়র দলে খেলেছেন। এছাড়াও বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও গোলরক্ষক হিসেবে অভিজ্ঞ অরিন্দমকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। যদিও আইএসএলে মাঠে নামার আগেই একটা ধাক্কা এসেছে লাল হলুদ শিবিরে। কোভিড আক্রান্ত হয়েছেন অরিন্দম। কয়েক মাস আগে তাঁর মা মারা গিয়েছিলেন কোবিড আক্রান্ত হয়ে। এবার কোভিড আক্রান্ত হলেন অরিন্দম নিজেও। যার জন্য লাল হলুদ শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে খানিকটা।
এটিকে মোহনবাগান আগামী ২২ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচে উজবেকিস্তানের এফসি নসফের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান।