Hockey WC 2023: হরমনপ্রীতের চাপ কমানোই লক্ষ্য, অমিতদের বাড়তি দায়িত্ব নিতে বললেন ভারতীয় কোচ
Hockey World Cup: বিশ্বকাপে ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলসের সঙ্গে গ্রুপ 'ডি'-তে রয়েছে ভারতীয় দল (Indian Hockey Team)।
রাউরকেল্লা: আজ থেকে ওড়িশায় শুরু হচ্ছে হকি বিশ্বকাপের (FIH Men's Hockey World Cup 2023) মহারণ। টুর্নামেন্টের প্রথম দিনেই স্পেনের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় হকি দল। বিশ্বকাপে ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলসের সঙ্গে গ্রুপ 'ডি'-তে রয়েছে ভারতীয় দল (Indian Hockey Team)। ভারতীয় দলের সমর্থকদের তরফে অধিনায়ক হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) থেকে প্রচুর প্রত্যাশা রয়েছে। পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। প্রত্যাশার সঙ্গে সঙ্গেই হাতে হাত মিলিয়ে আসে পারফর্ম করার চাপও।
চাপ কমাতে দায়িত্ব ভাগ
তবে ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড (Graham Reid) দলের তারকা খেলোয়াড়ের কাঁধ থেকে চাপের বোঝা কিছুটা কমাতে আগ্রহী। হরমনপ্রীত বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। তবে ভারতীয় কোচ রিড চান অমিত রোহিদাস, বরুণ কুমাররা যেন পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নিয়ে অধিনায়কের কাঁধ থেকে চাপের বোঝা কমান। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে রিড বলেন, 'ওর (হরমনপ্রীত) ওপর চাপ নেই বললে মিথ্যা বলা হবে। হরমনপ্রীতের কাঁধ থেকে চাপ একটু কমানোর জন্য আমরা বিকল্প পন্থা নিয়েছি এবং তার পিছনে অনেকটা সময়ও অতিবাহিত করেছি। অমিত, বরুণ, নিলমের মতো আলাদা আরও ড্র্যাগফ্লিকার্সরাও রয়েছে। ওদের এই চাপটা ভাগ করে নিতে হবে।'
৪১ বছর পর ২০২২ সালে টোকিও অলিম্পিক্সে পদক জিতেছে ভারতীয় হকি দল। দীর্ঘদিনের অপেক্ষার পর এই পদক এসেছে। এবার ঘরের মাটিতেও হরমনপ্রীত, শ্রীজেশদের থেকে প্রচুর প্রত্যাশা। ৪৮ বছর পর ফের একবার বিশ্বকাপ জেতার আশায় ভারতীয় সমর্থকরা। রিড ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে দল খেলবে, কেমনভাবে মানিয়ে নেবে, সেই বিষয়েই মূলত ভারতীয় দলকে অনুশীলন করিয়েছেন।
পরিস্থিতি নির্ভর অনুশীলন
ভারতের অজি কোচ বলেন, 'আমরা ০-১ পিছিয়ে পড়লে কেমনভাবে খেলব, দল ১০ জনে নেমে গেলে আমাদের কী করতে হবে, মূলত এইসব পরিস্থিতির কথা মাথায় রেখেই আমরা নিজেদের অনুশীলন সেরেছি। ম্যাচে এমন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, আগে থেকে সেইমতো পরিকল্পনা করে অনুশীলন করাটা খুবই প্রয়োজনীয়। এছাড়া আমরা প্রচুর পরিমাণে গোল শ্যুটিং, ট্যাকেলিং, পেনাল্টি কর্নার, ইত্যাদি বিষয়ে অনুশীলন করেছি। এখানে আলাদা কোনও বিজ্ঞান নেই।' ভারতীয় কোচকে এই বিশ্বকাপে দলের থেকে তাঁর প্রত্যাশার বিষয়ে জিজ্ঞেস করা হলে অবশ্য রিড স্পষ্ট জানিয়ে দেন তিনি কেবলমাত্র দলের ফলাফল নিয়ে চিন্তিত নন, বরং তাঁর লক্ষ্য ভাল হকি খেলা এবং এক একটি ম্যাচ করে তিনি এগোতে চান।
আরও পড়ুন: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?