Hockey World Cup 2023: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
India vs Spain: ২০১৮ সালে শেষ বার বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ স্থানে শেষ করেছিল ভারত। এবার আরও ভাল ফলের আশা রাখবেন শ্রীজেশরা। একমাত্র ১৯৭৮ সালে হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
![Hockey World Cup 2023: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ? India vs Spain, Hockey World Cup 2023: When And Where To Watch Live Telecast, Live Streaming Hockey World Cup 2023: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/13/8131475dd048b1d7cb570c4ba67e37b51673577420496206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভুবনেশ্বর: আজ থেকে শুরু হতে চলেছে হকি বিশ্বকাপ। প্রথম দিনেই মাঠে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ স্পেন। রউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ দল। ২০১৮ সালে শেষ বার বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ স্থানে শেষ করেছিল ভারত। এবার আরও ভাল ফলের আশা রাখবেন শ্রীজেশরা। একমাত্র ১৯৭৮ সালে হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
খেলা কবে?
আজ ১৩ জানুয়ারি ভারত বনাম স্পেন হকি ম্যাচ
কোথায় হবে খেলা?
খেলাটি হবে রউরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধে ৭ টায় শুরু ম্যাচ
কোথায় দেখা যাবে ভারত বনাম স্পেন ম্যাচটি?
ভারত বনাম শ্রীলঙ্কা ম্য়াচটি স্পোর্টস সিলেক্ট ২-তে দেখা যাবে
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি অনলাইনে হটস্টারে দেখা যাবে
হরমনপ্রীত সিংহের নেতৃত্বে খেলতে নামবে ভারত। এই মুহূর্তে ক্রমতালিকায় ৬ নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে ৮ নম্বরে রয়েছে স্পেন। উল্লেখ্য, গ্রুপ ডি-তে রয়েছে ভারতীয় দল। তাঁদের সঙ্গে একই গ্রুপে রয়েছে স্পেন, ইংল্যান্ড ও ওয়েলস। ইতিমধ্যেই ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। আগামী ১৩ জানুয়ারি স্পেনের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রাউরকেল্লায় এই দুটো ম্যাচ খেলবে ভারত। এরপর তারা ভুবনেশ্বর উড়ে যাবে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলার জন্য। ওয়েলসের বিরুদ্ধে নামবে গ্রুপের শেষ ম্য়াচে ভারত। আগামী ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি নক আউট পর্বের ম্যাচ হবে। ২৫ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ও ২৭ জানুয়ারি সেমিফাইনাল রয়েছে। ব্রোঞ্জ মেডেল ম্য়াচ ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ২৯ জানুয়ারি।
সুদিন ফিরবে, আশায় পৌলমী
তাঁর সাক্ষাৎকারটি প্রত্য়েকেই দেখেছেন। বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বিদেশেও খেলতে গিয়েছেন। কিন্তু সবই এখন ধূসর অতীত। ভালবাসার ফুটবল ঘরে দুবেলা ভাত জোগাতে পারত না। তাই জোম্যাটো ডেলিভারির কাজ করেন পৌলমী এখন। এবিপি লাইভ ও এবিপি আনন্দে সে খবর সম্প্রচারিত হয়েছে। ভাইরাল হয়েছে। আর তারপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। তাঁরই নির্দেশে জাতীয় মহিলা ফুটবল দলে খেলা পৌলমী অধিকারীকে ডেকে কথা বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীকে সামনে পেয়ে ফুটবল গার্লের আর্তি, একটা কাজ চাই, ফিরতে চাই মাঠে। আর পৌলমীকে পাশে বসিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, 'ও আবার খেলবে, পাশে থাকবে সরকার।'
এবিপি লাইভকে ফোনে পৌলমী জানালেন, ''আজ ক্রীড়ামন্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা হল আমার। আমার থেকে কাগজপত্র দেখতে চেয়েছিলেন তিনি। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র চেয়েছিলেন তিনি। উনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)