Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে ৫-২ গোলে হারিয়ে যুগ্মভাবে নবম স্থানে শেষ করল ভারত
Indian Hockey Team: নবম স্থান নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। তবে এককভাবে নয়। আর্জেন্তিনার সঙ্গে যুগ্মভাবে নয় নম্বরে শেষ করলেন হরমনপ্রীত সিংহরা।
রৌরকেল্লা: গ্রুপ পর্বে কোনও ম্যাচ না হেরেও সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি ভারতের। ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুটে হেরে বসায় নক আউট পর্বে আর ওঠা হয়নি হরমনপ্রীত সিংহদের। ঘরের মাঠে হকি বিশ্বকাপে (Hockey World Cup) ভারতের পদক জয়ের সম্ভাবনাও সেখানেই শেষ হয়ে যায়।
কোয়ার্টার ফাইনালে উঠতে না পারায় বিশ্বকাপের প্রথম আট দলের মধ্যে থাকা সম্ভব হয়নি ভারতের। তবে পরপর ক্লাসিফিকেশন ম্যাচ জিতে টুর্নামেন্টের নয় নম্বরে থাকা নিশ্চিত করল ভারত। নবম থেকে দ্বাদশ স্থান নির্ধারণকারী প্লে-অফে ভারত শনিবার ৫-২ গোলে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। নবম স্থান নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। তবে এককভাবে নয়। আর্জেন্তিনার সঙ্গে যুগ্মভাবে নয় নম্বরে শেষ করলেন হরমনপ্রীত সিংহরা।
ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে কোনও দল গোল করতে পারেনি। ফলে ভারত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ভারত ১টি গোল করে। ৪৪ মিনিটের মাথায় শামশের সিংয়ের ফিল্ড গোলে ভারত স্কোর ৩-০ করে।
View this post on Instagram
ম্যাচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে ভারত একজোড়া গোল করে। তবে ২টি গোল তারা হজমও করে। ৪৮ মিনিটের মাথায় আকাশদীপ সিংয়ের গোলে ভারত স্কোর ৪-০ করে। ৪৮ মিনিটেই সামকেলোর ফিল্ড গোলে দক্ষিণ আফ্রিকা ব্যবধান কমিয়ে ম্যাচ ৪-১ করেন। ৫৮ মিনিটে সুখজিৎ সিংহের ফিল্ড গোলে ভারত পুনরায় ব্যবধান বাড়িয়ে স্কোর ৫-১ করে। শেষে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে মুস্তাফা দক্ষিণ আফ্রিকার হয়ে পুনরায় ব্যবধান কমান। ম্যাচ শেষ হয় ৫-২ গোলে।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম কমপ্লেক্সে হকির বিশ্বকাপে মুখোমুখি বেলজিয়াম এবং জার্মানি। বিশ্বের ক্রমতালিকায় দুই এবং চারের লড়াই। কিন্তু কে বলবে ভুবনেশ্বরে আর কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের আসর বসতে চলেছে! পরিবেশ এবং পরিস্থিতি দেখে সেটা বোঝা দায়। হকি বিশ্বকাপ ফাইনালের আগের দিন নিস্তব্ধ, নিরিবিলি স্টেডিয়াম চত্বর। মিডিয়া সেন্টারে হাতেগোনা কয়েকজন সাংবাদিক। ভারত গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় যেন শহরের ক্রীড়াপ্রেমীদের হকি বিশ্বকাপ শেষ।
আরও পড়ুন: প্রিয় বিরিয়ানি না পেলে কি আর সেই রেস্তোরাঁয় যাবেন না? সমালোচনা উড়িয়ে বললেন ওয়াশিংটন