এক্সপ্লোর
বিরাটকে শ্রদ্ধা করি, ওর থেকে অনেক শিখেছি: কেন উইলিয়ামসন

নয়াদিল্লি: নিজে অন্যতম সেরা। তা সত্ত্বেও প্রতিপক্ষ সেনাপতি বিরাট কোহলির সম্পর্কে শ্রদ্ধা দেখালেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক তথা ব্যাটিংয়ের প্রধান ভরসা কেন উইলিয়ামসন। ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছছে কিউয়িরা। এদিন কেন জানান, তিনি বিরাটের থেকে অনেক কিছু শিখেছেন। তিনি বলেন, বিরাট একজন গ্রেট প্লেয়ার। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই বিপক্ষ আক্রমণের ওপর কর্তৃত্ব করা সহজ নয়। এর জন্য বিশেষ প্রতিভার প্রয়োজন। কেন যোগ করেন, তিনি বিরাটের খেলা উপভোগ করেন। তাঁর খেলা দেখতে ভালবাসেন। পাশাপাশি, কোহলির খেলা দেখে অনেক কিছুই শেখার আছে বলে মন করেন এই কিউয়ি ব্যাটসম্যান। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে রয়েছেন কেন। তালিকার শীর্ষে রয়েছেন বিরাট। কেনের মতে, ওর মতো ক্রিকেটারকে সম্মান জানানো উচিত। ক্রমতালিকায় প্রথম চারজনকে (বিরাট ও কেন ছাড়া রয়েছেন জো রুট এবং স্টিভ স্মিথ) একসঙ্গে ‘বিগ ফোর’ বলে উল্লেখ করা হয়। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন জানান, এই চারজনই বড়মাপের ক্রিকেটার। কেন বলেন, চারজনের খেলার আলাদা ধরন। প্রত্যেকের শক্তি আলাদা। ফলে, নিজস্ব গেমপ্ল্যান বজায় রাখাটাই উচিত। কেন বলেন, নিজের ধরন বজায় রাখলেই সাফল্য আসবে। কোহলি ও উইলিয়ামসনের মধ্যে মিল অনেক। বিরাটের মতোই বিশ্ব ক্রিকেটে বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে সম্ভ্রম জাগানো নাম হলেন কেন উইলিয়ামসন। টেস্টে ইতিমধ্যেই ১৪টি শতরান সহ ৪৩৯৩ রানে মালিক তিনি। গড় ৫১-এর ওপর। বয়সটাও বিরাটের মতোই- মাত্র ২৬। দুজনই দলের অধিনায়কের ভূমিকা পালন করে চলেছেন। পাশাপাশি, বিরাটের মতো উইলিয়ামসনও আগ্রাসী ক্রিকেট খেলতেই ভালবাসেন। ফলে, আসন্ন সিরিজে বিরাট-কেন দ্বৈরথ দেখার আশা করতেই পারেন ক্রিকেট ভক্তরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















